বাংলা নিউজ > বায়োস্কোপ > Non Fiction TRP: নন ফিকশনের কামাল! সারেগামাপা না দিদি নম্বর ১, কে থাকল এগিয়ে

Non Fiction TRP: নন ফিকশনের কামাল! সারেগামাপা না দিদি নম্বর ১, কে থাকল এগিয়ে

নন ফিকশনে কার টিআরপি বেশি, দিদি নম্বর ১ নাকি সারেগামাপা?

ফিকশনে তো এগিয়ে রয়েছে জি বাংলার ফুলকি। দেখে নিন নন ফিকশনে কে এগিয়ে, রচনার দিদি নম্বর ১ নাকি গানের শো সারেগামাপা। 

সারেগামাপা শুরু হতেই ঘুরে গেল নন ফিকশনের খেলা। জি বাংলার এই রিয়েলিটি শো নিয়ে বরাবরই উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। পছন্দের প্রতিযোগীকে সমর্থন জানাতে শনি আর রবিবারে দর্শক বসেও যান বোকাবাক্সের সামনে। সারেগামাপা লেজেন্ডস টিআরপিতে সেভাবে কামাল করতে পারেনি! তাই অনেকের মনেই সন্দেহ ছিল, তাহলে কি এই প্রথমবার খারাপ টিআরপি দেবে সারেগামাপা-ও? তবে ফলাফল আসতে দেখা গেল, মোটেই তেমনটা হয়নি, নন ফিকশনে পয়লা স্থান দখলে রাখল এই মিউজিক রিয়েলিটি শো। 

সারেগামাপা লেজেন্ডসে মূলত স্বর্ণযুগের শিল্পীদের অসাধারণ গান দর্শকদের জন্য পরিবেশন করেছিলেন নামি-দামি তারকারা। যার সঞ্চালনা করেন অনির্বাণ ভট্টাচার্য। তবে মূল যে প্রতিযোগিতা, অর্থাৎ সারেগামাপা ২০২৪-এর সঞ্চালনা করছেন আবির চট্টোপাধ্যায়ই। আর এবার এটি পেল ৫.১ রেটিং। এবার সারেগামাপা-তে বিচারকের আসনে থাকছেন কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলী, শান্তনু মৈত্র, জোজো, অন্তরা মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব, ইমনরা। আর মহাগুরুর দায়িত্ব পালন করবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। আপাতত অডিশন রাউন্ড থেকে প্রতিযোগী বাছাই পর্ব দেখানো হচ্ছে। 

আরও পড়ুন: ‘তৃনীল’ ভক্তদের জন্য সুখবর, প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, সঙ্গে সৌরভ! আসছে বড় চমক

সেই হিসেবে দিদি নম্বর ১-এর টিআরপি বেশ কম। মাত্র ১.৬ পেয়েছে এটি। যা ভাবাই যায় না! বরাবরই রচনার এই রিয়েলিটি শো-র চাহিদা থাকে তুঙ্গে। তবে ভোটপ্রচারে ব্যস্ত থাকায় মাঝে রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক করে সময় দিতে পারেননি শ্যুটিংয়ে। স্পষ্ট বোঝা যাচ্ছে, যার প্রভাব পড়েছে টিআরপি তালিকাতেও। 

আরও পড়ুন: ‘বোকা বোকা কারণে ঝগড়া… জয়া কাঁদত আর অমিতাভ শান্ত করত’, বচ্চনদের গোপন কথা ফাঁস

নতুন শুরু হওয়া কুকিং শো রন্ধনে বন্ধন সেভাবে টিআরপি এনে দিতে পারছে না জি বাংলাকে। এই সপ্তাহের রেটিং মাত্র ০.৬। ঘরে ঘরে জি বাংলা ও রান্নাঘর শো-র টিআরপিও এর চেয়ে সামান্য হলে বেশি আসত। প্রসঙ্গত, রন্ধনে বন্ধন সঞ্চালনা করছেন গৌরব-ঋদ্ধিমা। দুই প্রতিযোগী রান্না করেন একা বা জুটিতে। আর সেগুলি খেয়ে বিচার করেন তারকারা। আপাতত এই থিমেই চলছে রন্ধনে বন্ধন কুকিং শো। 

নন ফিকশনের টিআরপি তালিকা:

রন্ধনে বন্ধন (০.৬)

দিদি নম্বর ১ (১.৬)

সারেগামাপা (৫.১)

জলসা সানডে ফিকশন (৪.২)

আরও পড়ুন: কথা রাখলেন সানি দেওল, গদর ২-এর পর আসছে বর্ডার ২! বড় মন্তব্য সৎ বোন এষার

বহুদিন ধরেই কোনও নন ফিকশন শো আনছে না স্টার জলসা। রবিবার ফিকশনই চালাচ্ছে এই চ্যানেল। যার ফলও আসছে। জলসার সানডে ফিকশন থেকে টিআরপি রেটিং ৪.২। যা বেশ ভালোই। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.