বাংলা মিউজিক রিয়েলিটি শো-র তালিকায় বরাবরই বেশ জনপ্রিয় সারেগামাপা। জি বাংলার এই শো-এর টিআরপি নেহাত কম নয়। ইতিমধ্যেই গ্র্যান্ড অডিশন শেষ করে, মূল পর্বের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এবারের সিজনে বয়সের কোনও বাধানিষেধ নেই। ৫ থেকে ৩৫, সব বয়সীদেরই দেখা মিলেছে এবারে।
জি বাংলার শেয়ার করা একটি প্রোমোতে দেখা গেল এক প্রতিযোগী রীতিমতো টক্কর দিয়ে গান গাইছেন সিধু ও পটার সঙ্গে। ক্যাকটাসের এই দুই মহারথীর সঙ্গে গলা মিলিয়ে সংগীত পরিবেশন করছেন রায়গঞ্জের বনশ্রী।
আরও পড়ুন: এই খুদে বলি-নায়িকা, বয়সে ছোট ছেলেকে বিয়ে! জল্পনা তিনি অন্তঃসত্ত্বা, বলুন তো কে?
সারেগামাপা-তে গাওয়া হল ক্যাকটাস ব্যান্ডের ‘সেই যে হলুদ পাখি’ আর ‘বধু রে’ গানটি। শেষে দেখা গেল, বিচারকরাও নিজেদের আসন থেকে উঠে গলা মেলাচ্ছেন।
একজন কমেন্টে লেখেন, ‘এবারের সারেগামাপা অসাধারণ। কোনও কথা হবে না।’ দ্বিতীয়জন লিখলেন, ‘দারুণ। বারবার দেখলাম ভিডিয়োটা’। তৃতীয়জনের মন্তব্য, ‘আমার প্রিয় গান এটা’।
আরও পড়ুন: গিটার হাতে শোভন, গলা মেলালেন সোহিনী আর সৌরভ, জমে উঠল বিয়ের পর বাসর রাত
চলতি সিজনে বেশ কিছু বদল আনা হয়েছে সারেগামাপা-র ফরম্যাটে। এবার আর কোনও মেন্টর রাখা হয়নি। বরং আটজন বিচারকরা দুজন করে জুটি বেঁধেছেন। মোট চারটি টিমে ভাগ করে দেওয়া হয়েছে প্রতিযোগীদের। কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলী, শান্তনু মৈত্র, জোজো, অন্তরা মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব, ইমনদের তত্ত্ববধানে একের পর এক পারফরমেন্সের মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে বিজেতাকে। এবারে মহাগুরুর দায়িত্ব পালন করছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।
আরও পড়ুন: মার সঙ্গে নেই যোগাযোগ! বিয়ের আগে দীপঙ্করের মা-বাবা নিয়ে সহবাসে অহনা, কেমন বনিবনা
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কন্যে বনশ্রীর এর আগে শুনিয়েছিলেন লোকগান। মঞ্চে যতটা কনফিডেন্সের সঙ্গে গান গাইতে পারেন বনশ্রী, ঠিক ততটাই ভয় পান অঙ্ককে। যা এর আগের এপিসোডে শোনাতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে বেশ মস্করাও করেছিলেন সঞ্চালক আবির। আর তখন বিচারকের আসনে থাকা, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত কৌতুহলের সুরে জানতে চেয়েছিলেন, ‘অঙ্কে কত পেয়েছিলি?’ কাঁচুমাচু মুখে জবাব আসে- ‘তিন’। যদিও এই কন্যের গানে মুগ্ধ হয়ে এরপর সেই ইন্দ্রদীপ দাশগুপ্তই বলে বসেন, ‘অঙ্কে আরও কম নম্বর পা! আরও ভালো গান কর’।
বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তে ৫-এর উপর রেটিং তুলছে এই রিয়েলিটি শো। এমনকী, টক্কর দিয়ে যাচ্ছে দিদি নম্বর ১-কেও।