আরজি কর কাণ্ডে যত সময় যাচ্ছে মানুষের ক্ষোভ ততই যেন বাড়ছে। এক জুনিয়র ডাক্তারের এরকম বীভৎস মৃত্যু মেনে নিতে পারছে না গোটা দেশ। বাংলার দিকে দিকে আজ প্রতিবাদ। রাত ১১টায় রাজ্যের নানা প্রান্তে জমায়েতের ডাক তুলেছেন মহিলারা। যাতে বহু পুরুষ সামিল হতে চেয়েছেন সদিচ্ছায়। বহু সংগঠন থেকে রাতে মেয়েদের যাতায়াতের যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এবার সারেগামাপা-র ফাইনালিস্ট অনন্যা চক্রবর্তী লিখলেন, এমন কোনও মানুষ যাতে এদিন না আসে, যারা ভিড়ে সুযোগ পেলেই…
অনন্যা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ‘কখনো বাসে, ট্রেনে বা অটো রিকশায়, ভিড়ের মধ্যে কোনও মহিলার বুকে কনুইয়ে ধাক্কা দিয়েছেন? অথবা ভিড়ের সুযোগ নিয়ে পিঠে পা পশ্চাৎদেশে চিমটি কেটেছেন? কিছুই না, কাল তারা মিছিলে অংশ নেবেন না। আসলে ভিড় হবে তো, মেয়েরা যাতে বাড়ি ফিরে শান্তির ঘুমটা দিতে পারে, এই জন্য বলা।’
এদিকে ইতিমধ্যেই আদালতের তরফ থেকে এই ঘটনার তদন্তভার পুলিশের থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে।
শুক্রবার রাতের রাত দখলের ডাকে সারা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকারা। এদিকে, আরজি কর-কাণ্ডে মঙ্গলবার ১২ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে তলব করে লালবাজার। যাতে ছিলেন আর জে অগ্নিও। এই খবর জানতে পেরেই, জনতার রোষ বাড়তে থাকে। পুলিশ ধামাচাপা দিতে চেষ্টা করছে, এই সন্দেহে একের পর এক পোস্ট হতে থাকে ফেসবুকে।
বিকেলের দিকে অগ্নি ফেসবুকে লেখেন, ‘লালবাজারের তলব পেয়ে গিয়েছিলাম। ওঁনারা খুবই সহযোগিতা করেছেন। প্রোডাক্টিভ আলোচনা হয়েছে। এই ঘটনা নিয়ে কোনওরকম পোস্ট করায় ওঁদের কোনও আপত্তি নেই। কিন্তু সেই সংবাদ অথবা তথ্য যেন যাচাই করে পরিবেশন করা হয়। ওঁনারা বিশেষভাবে আমাদের মাধ্যমে অনুরোধ করেছেন, কাউকে ফেক নিউজ বা ভুয়ো তথ্য না ছড়াতে। তাঁরা নিজেরাও যথেষ্ট ডিস্টার্ব এই ঘটনা। ওঁনাদেরকে অনেক শুভেচ্ছা। আমরা সবাই বিচারের জন্য লড়ছি।’