সাতপাকে বাঁধা পড়ার আগেই বাবাকে হারালেন অন্বেষা দত্ত। তিনি সারেগামাপা থেকে খ্যাতি অর্জন করেন। এরপর প্লেব্যাক থেকে শুরু করে বিভিন্ন কনসার্টের মাধ্যমে নিজের জায়গা সঙ্গীত জগতে পাকা করে নিয়েছেন। বছর খানেকের মধ্যেই তাঁর বিয়ে হওয়ার কথা। তার আগেই বাবাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন গায়িকা। এদিন তাঁর এই শোকের খবর তাঁর হবু বর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।
বাবাকে হারালেন অন্বেষা দত্ত
এদিন অন্বেষা, তাঁর বাবার সঙ্গে অভিরূপ চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবির সঙ্গে লেখা ক্যাপশনে এই দুঃসংবাদ দেন। তিনি তাঁর এই পোস্টে লেখেন, 'তুমি আমাদের অনেক আশীর্বাদ দিয়েছ। তুমি আমাদের একসঙ্গে খুশি দেখতে চেয়েছিলে। আমরা সেটা সম্ভব করেছি। কিন্তু আমরা অত্যন্ত হতভাগ্য যে তুমি আমাদের ছেড়ে এত দ্রুত চলে গেলে।' তিনি একই সঙ্গে লেখেন, 'স্বর্গ থেকেই আমাদের আশীর্বাদ করো। আমরা একসঙ্গে ভালো থাকব দেখো। অন্বেষা তুমি শক্ত থাকো। ঈশ্বর তোমায় শক্তি দিন।'
হবু জামাইয়ের এই পোস্টে মন্তব্য করেছেন গায়িকার মাও। জানিয়েছেন তাঁর কাঁধেই এবার সমস্ত দায়িত্ব এসে পড়ল।
প্রসঙ্গত ২০২৩ সালের ২৩ নভেম্বর আংটি বদল সারেন অন্বেষা দত্ত এবং অভিরুপ চট্টোপাধ্যায়। তাঁদের সেই বিশেষ দিনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁরা। পরে দিদি নম্বর ওয়ানে এসে জানিয়েছিলেন আর বছর খানেকের মধ্যেই তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। ২০১৪ সালের বাংলা সা রে গা মা পা -র বিজয়ী হয়েছিলেন অন্বেষা।