জি বাংলার অন্যতম হিট রিয়েলিটি শো হল সারেগামাপা। আবারও গানের সুরে মাতাতে আসছে সেই শো। কয়েক সপ্তাহে থামছে সারেগামাপা লেজেন্ডসের সফর। অনির্বাণ ভট্টাচার্য সঞ্চালিত এই শোয়ের জায়গাতেই আসবে আবির চট্টোপাধ্যায় সঞ্চালিত শোটি। প্রকাশ্যে এল সেই আসন্ন শোয়ের দিনক্ষণ।
আরও পড়ুন: 'ঢপের ডক্টর', নির্বাচনের ঠিক আগেই হিরণের পিএইচডি নিয়ে খোঁচা দেব - রাহুলের!
সারেগামাপার শুরুর দিন
এদিন জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয় সারেগামাপার শুরুর দিনের কথা। প্রকাশ্যে আনা হয় প্রোমোও। এতদিন অডিশন পর্ব চলেছে। এবার হতে চলেছে গ্র্যান্ড ওপেনিং। আগামী ২ জুন থেকে শুরু হবে এই শো।
আরও পড়ুন: নিজেকে 'অকর্মার ঢেঁকি' সম্বোধন টোটার, রাজা চন্দের ছবি বিতর্কের পর কি মন খারাপ 'ফেলুদা'র?
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OTT থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব এবার সামলাবেন কে?
এদিন এই শোয়ের প্রোমো প্রকাশ্যে এনে চ্যানেলের তরফে জানানো হয় আগামী ২ জুন সম্প্রচারিত হবে সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং। রবিবার রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে এই শো। অর্থাৎ সেদিন থেকেই শুরু হবে এই শোয়ের পথচলা। এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।'
প্রোমোতে দেখা গেল সঞ্চালকের আসনে থাকছেন আবির চট্টোপাধ্যায়ই। একই সঙ্গে বিশেষ চমক হিসেবে থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। এছাড়া এবার ৮ জন বিচারক থাকবেন। তাঁরা হলেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র। তবে এবার আর শোতে মেন্টর হিসাবে কেউ থাকবেন না। এই আট বিচারকরা দুজন মিলে একটি দল তৈরি করবেন। অর্থাৎ মোট ৪টি দলের মধ্যে এবার জমবে গানের লড়াই।
আরও পড়ুন: হুডখোলা গাড়িতে বাঁকুড়ায় তৃণমূলের প্রচারে 'বাহামণি', অরূপ চক্রবর্তীকে জেতানোর আহ্বান রনিতার
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই উচ্ছ্বসিত দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'এবার জাজেস প্যানেল খুব ভালো। সকলেই শিক্ষিত, গুণী। বাংলার সংস্কৃতিকে বোঝেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এইবারের সারেগামাপাটা আগের বারের থেকে আরো জমজমাট আর ভালো ভালো মিউজিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই।'
প্রসঙ্গত গত সিজনে প্রথম হয়েছিলেন পদ্মপলাশ। দ্বিতীয় হন অ্যালবার্ট কাবো।