প্রতিযোগিতা মানেই হার-জিৎ আছে। সারেগামাপা-র লম্বা সফর শেষে ইতিমধ্যেই বিজয়ীর তাজ উঠেছে একজনের মাথায়। কিন্তু জি বাংলা সারেগামাপা-র সব প্রতিযোগিরাই দর্শকদের থেকে গত কয়েক মাসে অফুরান ভালোবাসা কুড়িয়েছে।
প্রতিযোগিতা পর্ব মিটতেই ফুরফুরে মেজাজে আরাত্রিকা-দেয়াশিনী-সাঁই-আরিয়ানরা। এবার ভাইরাল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’র সুরে মজলেন সকলে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সাঁই শাস্ত্রী। সেখানে দেখা গেল, চলন্ত গাড়ির ভিতর বসে রয়েছেন আরিয়ান, সাঁই, আরাত্রিকা, দেয়াশিনী এবং ময়ূরী। কলকাতার রাস্তা দিয়ে যেতে যেতেই ভাইরাল ট্রেন্ডে ভাসলেন তাঁরা।
এই উড়িয়া গান সোশ্যাল মিডিয়ায় আগুন গতিতে ভাইরাল। সেই নিয়ে চারিদিকে মিম, রিলের ছড়াছাড়ি। হাসির ভিডিয়ো, কান্নার ভিডিয়ো কোথায় ব্যবহার হচ্ছে না এই গান। বিখ্যাত উড়িয়া সঙ্গীত শিল্পী সত্য অধিকারীর গাওয়া এই গান ৬ বছর আগে মুক্তি পেয়েছিল, দুম করেই তা সোশ্যালে হইচই ফেলেছে। উড়িষ্যার কোরাপুটের স্থানীয় ভাষায় লেখা গান নাকি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল।
সাঁই ওড়িশার ছেলে, তাই এই ভিডিয়ো পোস্ট করতেই সকলের আবদার, ‘দাদা এই গানের মানে কী?’ ওড়িয়া ভাষার এই গান খুব ভালোভাবে রপ্ত করেছেন ময়ূরী। তবে সাঁই অন্যদের উৎসাহিত করলেও নিজে গাইলেন খুব অল্প। এখন প্রশ্ন হল সত্যি এই গানের অর্থ কী?
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ….', গানের শুরুর এই লাইনগুলোর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘সত্যিই লজ্জার, ননী/ তুই শুধুই ধন (সম্পত্তি) দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলি না/ তুই সোনা ও দামি গয়না চিনতে পারলি। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারলি না/ আমার সম্পত্তির অভাব ছিল বলে তুই আমাকে এ ভাবে ছেড়ে দিলি/ যার টাকা পয়সা আছে তার মন নাই/ আমার মনকে দেখলি না তুই ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’।
চলতি সিজনে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে প্রতিযোগিদের মধ্যে। ফাইনালেও সেই ট্রেন্ড অব্য়াহত থাকবে। সূত্রের খবর, এই সিজনে খুদেদের মধ্যে থেকে একজন এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে একজনের মাথায় উঠেছে বিজয়ীর মুকুট। চর্চা এই সিজনে এক মহিলা প্রতিযোগির মাথায় বিজয়ীর শিরোপা উঠেছে।
সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের মঞ্চ মাতাতে হাজির থাকবেন আদনান সামি। তাঁর ম্যাজিক্যাল কণ্ঠে গত ৪ঠা ফেব্রুয়ারি মেতে উঠেছিল গোটা নেতাজি ইন্ডোর। আপতত ছোটপর্দায় সেইসব দামী মুহূর্ত চাক্ষুস দেখবার অপেক্ষা।