দাদাগিরির অধ্যায় শেষ। বর্তমানে চলছে সারেগামাপা লেজেন্ডস। সেখানে সমস্ত খ্যাতনামা শিল্পীরা ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের গান গেয়ে শোনাচ্ছেন। আর এই শো শেষ হলেই আসবে সারেগামাপা। ইতিমধ্যেই সেই শোয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অডিশনের পর এখন চলছে গ্র্যান্ড অডিশনের কাজ। সেটারই বেশ কিছু ঝলক প্রকাশ্যে এল।
আরও পড়ুন: সেই এক সাজ, একই ধরনের পোশাক, অভিব্যক্তি... 'আম্মা' সুচিত্রাকে বিশেষ শ্রদ্ধা রাইমার, কী বলছে নেটপাড়া
সারেগামাপার গ্র্যান্ড অডিশন
এদিন জি বাংলার তরফে সারেগামাপার গ্র্যান্ড অডিশনের ঝলক প্রকাশ্যে আনা হল। সেখানে দেখা যাচ্ছে সমস্ত প্রতিযোগীরা কখনও একসঙ্গে বসে গান গাইছেন। কখনও আবার বিচারকদের সামনে পারফর্ম করছেন। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সেরাদের বেছে নিচ্ছেন বিচারকরা।
এদিন ভিডিয়োতে দেখা মিলল পরিচালক অভিজিৎ সেনের। বিচারক হিসেবে দেখা গেল রথিজিৎ ভট্টাচার্য, তন্ময় বসু, ইন্দ্রদীপ দাশগুপ্তকে।
তন্ময় বসু এদিন বলেন, 'আমি বহুদিন এই শোয়ের সঙ্গে যুক্ত। তবে এবার সব থেকে অবাক করল একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলে অংশ নিলেন অডিশনে।' রথিজিৎ ভট্টাচার্য বলেন, 'বাংলার এই রিয়েলিটি শোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নাম দিয়েছেন। এবার অনেক বড় আকারে হতে চলেছে এই শো।'
প্রসঙ্গত এই বার সারেগামাপাতে মোট ৮ জন বিচারক থাকবেন। মেন্টর থাকছে না কোনও। বিচারকের আসনে থাকবেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অন্তরা মৈত্র, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ। তবে এখনও জানা যায়নি যে কবে থেকে এই শো আসছে।
ইতিমধ্যেই নির্বাচিত দুই প্রতিযোগীর ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। তাঁদের একজন হলেন দার্জিলিংয়ের দিবাকর।