সম্প্রতি সারেগামাপায় এবারের অন্যতম প্রতিযোগী ময়ূরী মেড ইন ইন্ডিয়া গানটি পারফর্ম করেন। রথিজিৎ ভট্টাচার্যের অ্যারেঞ্জ করা এই গানটি শুনে রীতিমত অভিভূত হয়ে যান বিচারকরা। উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানান ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী প্রমুখ। তারিফে কী বললেন সকলে?
কী ঘটেছে সারেগামাপায়?
গত শনিবারের পর্বে ময়ূরী আলিশা চিনোয়ের গাওয়া মেড ইন ইন্ডিয়া গানটি পারফর্ম করেন। আর সেই গানের সঙ্গেই কখনও দক্ষিণ ভারতীয় সুর তো কখনও বাউল গান তো কখনও অন্য কিছু মিশে গেল। যেন গোটা গানের মধ্যে দিয়ে গোটা ভারতকে রিপ্রেজেন্ট করা হল। রথিজিৎ ভট্টাচার্যর এই অ্যারেঞ্জমেন্ট রীতিমত মুগ্ধ করে দেয় সকলকে। একই সঙ্গে দুর্দান্ত গেয়ে তাক লাগান ময়ূরীও। তারপরই তাঁদের প্রশংসায় ভেসে যান সমস্ত বিচারকরা।
এদিন ময়ূরীর গান উঠে গিয়ে তাঁকে আদর করে দেন শান্তনু মৈত্র। এই গান শুনে ইমন চক্রবর্তীও নিজের জায়গায় বসে থাকতে পারেননি। কৌশিকী চক্রবর্তী গোটা পারফরমেন্সের তারিফ করে বলেন, 'এই গানের এমন ইন্টারপ্রিটেশন হতে পারে ভাবতেই পারিনি। এত নতুন অথচ এত অরিজিন্যাল। ইস্ট, ওয়েস্ট, নর্থ সাউথ সব হয়ে গেল যেন।'
এত প্রশংসা শুনে রথিজিৎ ভট্টাচার্য এই পারফরমেন্সের গোটা টিমের সঙ্গে আলাপ করিয়ে দেন। বলেন এই আদর ভালোবাসা তিনি সবার সঙ্গে ভাগ করে নেবেন। একই সঙ্গে বলেন, 'আমরা তো অ্যারেঞ্জ করেই খালাস। পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ময়ূরীর কাঁধে। ও দারুণ ভাবে গাইল।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।