বাংলা নিউজ > বায়োস্কোপ > SaReGaMaPa: ‘আরেকটা বাউল গান শুনব’, নদীয়ার পূর্বাশার সুরেলা গলায় মুগ্ধ মহাগুরু!

SaReGaMaPa: ‘আরেকটা বাউল গান শুনব’, নদীয়ার পূর্বাশার সুরেলা গলায় মুগ্ধ মহাগুরু!

বাউল গান করে দর্শক মনে জায়গা করে নিলেন পূর্বাশা মণ্ডল। 

জি বাংলা সারেগামাপা-র গ্র্যান্ড অডিশনে বাউল গান গেয়ে দর্শক মনে জায়গা করে নিলেন নদীয়ার তেহট্টের পূর্বাশা। 

সারেগামাপা-র গ্র্যান্ড অডিশন চলছে জোর কদমে। একের পর এক অসাধারণ প্রতিভার সাক্ষী থাকছে বাংলা টেলিভিশন। মূল রাউন্ডে পৌঁছতে দিতে হচ্ছে অগ্নি পরীক্ষা। আর গানের জগতের এই ধুন্ধুমার লড়াই এখন থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। TRP তালিকাতেও বেশ ভালো জায়গায় আছে জি বাংলার সারেগামাপা ২০২২।

বাউল গান গেয়ে দর্শক থেকে বিচারকদের মনে জায়গা করে নিলেন নদীয়ার তেহট্টের পূর্বাশা মণ্ডল। মায়ের স্বপ্নপূরণ করতেই সারেগামাপা-য় আসেন তিনি। পূর্বাশাকে মহাগুরু অজয় চক্রবর্তী চ্যালেঞ্জ দেন, আরও একটা বাউল গানের দু'-চার লাইন শোনাতে হবে। তবে গান শেষ হতে না হতেই অজয় নিজেই মেডেল নিয়ে চলে আসেন মঞ্চে। চোখের জল ধরে রাখতে পারেননি পূর্বাশা তা দেখে।

চলতি বছরে সারেগামাপা-তে মহাগুরুর আসনে বসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বিচারক হিসেবে দেখা মিলছে রিচা শর্মা, শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্রদের। আর মেন্টরের দায়িত্বে ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় রয়েছেন আগের সিজনের মতোই। তবে এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জোজো।

আপাতত ফাইনাল রাউন্ডের সিলেকশন চলছে। সেরার সেরাদের বেছে নিতে উঠেপড়ে লেগেছে মেন্টর, বিচারক, মহাগুরুরা। প্রসঙ্গত, বাংলা সারেগামাপা-র আগের সিজনের বিজেতা ছিলেন অর্কদীপ মিশ্র। ইমনের দল থেকে জয়ের ট্রফি হাতে তুলে নেন অর্কদীপ।

 

বায়োস্কোপ খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.