সারেগামাপার আগামী পর্বের ঝলক প্রকাশ্যে এল এদিন। জানা গেল আগামী সপ্তাহে যে মানুষটি তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত সারেগামাপার সঙ্গে যুক্ত ছিলেন, লোকগীতিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন সেই কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে উৎসর্গ করা হবে একটি পর্ব।
সারেগামাপায় কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতিতে বিশেষ পর্ব
এদিন জি বাংলার তরফে তাদের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার ঝলক প্রকাশ্যে আনা হয়। আর সেখানেই দেখা যাচ্ছে এই সপ্তাহের পর্বগুলোতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো হবে। আর তার জন্য উপস্থিত থাকবেন তিনি যে বছর চলে গেলেন সেই বছরের সারেগামাপার প্রতিযোগীরা। অর্থাৎ পৌষালি বন্দ্যোপাধ্যায়, তুলিকা, গঙ্গাধর, প্রমুখ। তাঁদের সকলে মিলে আমি তোমারই নাম গাই গানটি পারফর্ম করেন।
অন্যদিকে বিচারক শান্তনু মৈত্র বলেন, 'কালিকার জন্যই লোকগীতি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল।' এরপর বিচারক, প্রতিযোগী, প্রাক্তন প্রতিযোগী সকলকে একসঙ্গে সোহাগ চাঁদ গানটি গাইতে এবং তাতে নাচতে দেখা যায়। বলাই বাহুল্য, কালিকাপ্রসাদ যবে থেকে এবং যতদিন এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি একেবারে আলাদা রকমের পরিবেশনা এবং সঙ্গীত চয়নের মাধ্যমে শোটিকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।
আরও পড়ুন: তথাগত অতীত, সৌম্যকে মন দিয়েছেন দেবলীনা? জল্পনা উসকে বললেন, 'প্রেমের ক্ষেত্রে আমরা সমমনস্ক...'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।