সারেগামাপাতে এদিন এসডি বর্মনের বিশেষ একটি এপিসোড অনুষ্ঠিত হতে চলেছে। আর তাতেই গান গেয়ে তাক লাগালেন এবারের অন্যতম খুদে প্রতিযোগী ঐশি। মুগ্ধ বিচারকরা তারিফ করে কী বললেন?
আরও পড়ুন: এ যেন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ
সারেগামাপায় এডি বর্মন স্পেশ্যাল এপিসোড
এদিন জি বাংলা কর্তৃপক্ষের তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ঐশি এডি বর্মনের স্পেশ্যাল এপিসোডে পারফর্ম করছে। তাকে অভিমান ছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া অব তো হ্যায় তুমসে হর খুশি আপনি গানটি গাইতে শোনা যায়। তবে গানে সুরের খেলা দেখে মুগ্ধ হয়ে যান বিচারকরা। শান্তনু মৈত্র তো গান শুনতে শুনতেই ওয়াহ ওয়াহ করে ওঠেন।
অন্যদিকে বিতর্ক ভুলে ইমন চক্রবর্তী এদিন স্টেজে ওঠে আসেন। আর ভুল ধরানো নয়। তিনি সোজা উঠে এসে ঐশিকে জড়িয়ে ধরেন। অন্যদিকে জাভেদ আলি বলেন, 'বহুদিন এমন। নিখুঁত পারফরমেন্স দেখিনি। মন ছুঁয়ে গেল।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দেওয়ার বদলে বরং...'