জমে উঠেছে এবারের সারেগামাপা। ৮ বিচারকের ৪ দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেখানেই এই সপ্তাহে লোক সঙ্গীত গেয়ে তাক লাগাবেন এবারের অন্যতম প্রতিযোগী সুস্মিতা সরকার। তাঁর সেই পারফরমেন্সের প্রোমো এদিন প্রকাশ্যে আনা হল চ্যানেলের তরফে।
আরও পড়ুন: 'আলোর সথে নিশীথ রাতে...' কালীপুজো উপলক্ষ্যে নতুন গান লিখলেন মমতা, গাইলেন কে?
কী দেখা যাচ্ছে সারেগামাপার নতুন প্রোমোতে?
এদিন সারেগামাপার নতুন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুস্মিতা সরকার জনপ্রিয় লোক সঙ্গীত আমি অপার হয়ে বসে আছি গাইছেন। আর তাঁর সেই গান শুনে মোহিত হয়ে যান সকল বিচারকরা। চোখ ছল ছল করে ওঠে জোজোর। তিনি এসে জড়িয়ে ধরে প্রতিযোগীকে। বাদ যাননি ইমন চক্রবর্তীও। তিনিও উঠে আসেন।
ইমন এদিন সুস্মিতার প্রশংসায় বলেন, 'ও যেটা গাইল না সেটা না খালি গান শিখে হয় না। ওর এই আত্মাটা আমাদের প্রত্যেককে ছুঁয়ে গেছে।'
এই প্রোমো প্রকাশ্যে আসতেই ইমনের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনরাও। এক ব্যক্তি লেখেন, 'সুস্মিতার গান সত্যিই অসাধারণ, আমি তো আগেই বলেছিলাম যে, সুস্মিতা ও বনশ্রীর দিকে নজর দিন। তখন শুধু শুধু তাদের ডেনজার জোনে পাঠিয়েছিলেন। এখন বুঝতে পারলেন তো যে আমি সত্যিই বলেছিলাম।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: ছবি এঁকে উপহার দিতে চাইলেও ভক্তের দিকে ফিরেও তাকালেন না সিদ্ধার্থ! বিরক্ত নেটপাড়া বলছে, 'এত ইগো কিসের?'