সারেগামাপা এখন আরও কঠিন হতে চলেছে। ইতিমধ্যেই এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড অডিশনের প্রথম ধাপ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ধাপের পালা। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল।
সারেগামাপার নতুন প্রোমো
জি বাংলার তরফে সদ্যই প্রকাশ্যে আনা হয়েছে সারেগামাপার নতুন প্রোমো। সেখানেই দেখা গিয়েছে এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড অডিশনের দ্বিতীয় ধাপ আরও কঠিন হতে চলেছে। এখানে একে অন্যের মুখোমুখি হবেন প্রতিযোগীরা।
আরও পড়ুন: মেয়ের বিয়ের আনন্দে সেজে উঠল শত্রুঘ্নর বাড়ি 'রামায়ণ', কোথায় আইনি বিয়ে সারছেন সোনাক্ষী - জাহির?
দুই খুদে প্রতিযোগী, সৃজিতা এবং ঐশি মুখোমুখি হবে এদিন। তারা দুটিতে দিল সে ছবির জিয়া জ্বলে গানটি গাইবে। সেই গানের উপর ভিত্তি করেই বিচার করবেন বিচারকরা। এই দুই খুদের মধ্যে একজন শেষ পর্যন্ত সারেগামাপার মূল পর্বে জায়গা করে নেবে এরপর।
এই প্রোমো প্রকাশ্যে আসার পর অনেকেই তাতে নিজেদের মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন দুজনেরই সিলেক্ট হওয়া উচিত। কেউ আবার সৃজিতাকে সমর্থন করেছেন। কেউ আবার ঐশিকে। কিন্তু শেষ পর্যন্ত কে নির্বাচিত হল সেটা তো সময়ই বলবে।
সারেগামাপা প্রসঙ্গে
গত রবিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং। আগেই জানা গিয়েছিল এবারের সারেগামাপাতে কোনও মেন্টর থাকবে না। থাকবে ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানাবেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বাঁধবেন? তাহলে জানা জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব বাঁধবেন জুটি। আর চতুর্থ দল বানাবেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও থাকবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।