সবসময় যে সব বিচারকদের মত মিলবে সেটা নাও হতে পারে। আর এদিন সারেগামাপায় যেন খানিক সেটাই দেখা গেল। যদিও খুব স্পষ্ট ভাবে ভিন্ন মত না রাখলেও ইন্দ্রদীপ দাশগুপ্ত আরাত্রিকার গানের ভুল ধরালে, ইমন চক্রবর্তী যে তাঁর গানে খুশি সেটা বুঝিয়ে দেন।
আরও পড়ুন: আবিরই 'সেরা' দাবি ভুলে উল্টো সুর রানার গলায়! বললেন, 'বক্স অফিসে সবচেয়ে সফল দেবের সিনেমা'
কী ঘটেছে এদিন সারেগামাপায়?
এদিন সারেগামাপায় এবারের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী আরাত্রিকা মাইতি কবীর সুমনের গানওয়ালা গানটি পারফর্ম করেন। তবে গোল্ডেন গিটার পান না। তাঁর গান শেষ হতেই ইন্দ্রদীপ দাশগুপ্ত তাঁকে জিজ্ঞেস করেন, এই গানে গানওয়ালা বলতে কী এবং কাকে বোঝাতে চেয়েছেন গায়ক? জবাবে নিজের মতো করে যা বুঝেছেন সেটাই ব্যাখ্যা করেন আরাত্রিকা। তারপর ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান, গানে থাকা ফাটকাবাজি, ইত্যাদি শব্দগুলো যেগুলো আছে সেগুলো যা বোঝাতে চেয়েছে সেটা আরাত্রিকার গানের ধরনে স্পষ্ট হয়নি। তাঁর কথায়, 'মিষ্টি করে গেয়েছ। কিন্তু এই মিষ্টত্বটাই তেতো করে দিয়েছে।' সুগার কোটেড হয়ে আসল মেজাজ নষ্ট হয়েছে বলেই অভিমত তাঁর।
তবে এদিন এই বিষয়ে একটু অন্য সুর শোনা গেল ইমন চক্রবর্তীর গলায়। তিনি বলেন, 'যতটা বুঝে গেয়েছিস সেটা অনেকেরই নেই। এই যে নতুন অ্যারেঞ্জমেন্টটাকে আত্মস্থ করেছিস এটা মোটেই সহজ কথা নয়। কবীর সুমনের ইমোশনকে মাথায় রেখেই গেয়েছ। তবে আরও ভালো হতে পারত।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।
আরও পড়ুন: পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল বরুণের?