সারেগামাপায় সম্প্রতি মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল লোকগান স্পেশ্যাল পর্ব। সেখানেই সাঁই শাস্ত্রীর গান একেবারেই ভালো লাগল না ইন্দ্রদীপ দাশগুপ্তর। প্রতিযোগীকে ধমকের সুরে কী বললেন আইডি?
আরও পড়ুন: পুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?
কী ঘটেছে সারেগামাপায়?
এদিন সারেগামাপায় সাঁই শাস্ত্রী রাজু দা বাউলের সঙ্গে পারফর্ম করেন। রাজস্থানী লোকগানের সঙ্গে মিশে গিয়েছিল বাউল গান। সাঁই এদিন লুক ছুপ না যাও জি ওরফে চৌধরী গানটি গান। শান্তনু মৈত্র এবং অন্তরা মিত্রের টিমের এই প্রতিযোগীর গান শুনে ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় বা জোজো, জাভেদ আলি ভীষণ খুশি হয়ে গোল্ডেন গিটার দিলেও খুশি হননি ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আরও পড়ুন: ছেড়েছেন কবিতা লেখা, এবার ক্যামেরার সামনে ধরা দিলেন জয় গোস্বামী! কোথায় দেখা যাচ্ছে সেই শর্টফিল্ম?
ইন্দ্রদীপ দাশগুপ্ত এদিন সাঁইয়ের ভুল ধরিয়ে বলেন, 'ভলিউম ছিল। কিন্তু আপনি ছিলেন না গানটির মধ্যে। সোজা সোজা গাইছিলেন। লচক ছিল না গানের মধ্যে। আমি অন্তত কোনও রাজস্থান পাইনি গানটায়।' এটা শুনে যখন ইমন জিজ্ঞেস করেন যে সাঁই কি এক স্কেল নিচে গেয়েছেন, প্রতিযোগী জানান তাঁর জ্বর। তাই তিনি তাঁর পুরোটা দিতে পারেননি। এটা শুনে ইন্দ্রদীপ দাশগুপ্ত ফের বলে ওঠেন, 'আমি ১০৩ জ্বর নিয়েও লোকজনকে গাইতে শুনেছি। ফাটিয়ে দিতে দেখেছি। সেটা এক্সকিউজ নয়। আমরা ট্যাক্সির মতো। মিটার ডাউন তো গাড়ি যেতে হবে।'
তবে আইডি এদিন সাঁইকে বকলেও জাভেদ আলি জানান তাঁর ভীষণই ভালো লেগেছে এই পারফরমেন্স।
আরও পড়ুন: শাহরুখের পড়শি হতে চললেন রণবীর-দীপিকা! মেয়েকে নিয়ে কবে শিফট করছেন ১০০ কোটির নতুন বাড়িতে?
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।