বাংলা নিউজ > বায়োস্কোপ > ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় আড়াআড়ি ভাগ বিচারকরা! ঠাণ্ডা যুদ্ধ শুরু জাভেদ-জোজোর দলের সঙ্গে ইমন-রাঘবের?

ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় আড়াআড়ি ভাগ বিচারকরা! ঠাণ্ডা যুদ্ধ শুরু জাভেদ-জোজোর দলের সঙ্গে ইমন-রাঘবের?

ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় ঠাণ্ডা যুদ্ধ শুরু জাভেদের সঙ্গে ইমন-রাঘবের

Saregamapa: চলতি সপ্তাহে সারেগামাপায় ধুন্ধুমার বাঁধতে চলেছে। জাভেদ আলি এবং জোজোর দলের সঙ্গে মত বিরোধ হবে ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়ের দলের। কী নিয়ে! জাভেদদের গ্রুপের ময়ূরীর পারফরমেন্স নিয়ে। অন্তরা মিত্র শান্তনু মৈত্র কার পক্ষ নিলেন?

চলতি সপ্তাহে সারেগামাপায় ধুন্ধুমার বাঁধতে চলেছে। জাভেদ আলি এবং জোজোর দলের সঙ্গে মত বিরোধ হবে ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়ের দলের। কী নিয়ে! জাভেদদের গ্রুপের ময়ূরীর পারফরমেন্স নিয়ে। অন্তরা মিত্র শান্তনু মৈত্র কার পক্ষ নিলেন?

আরও পড়ুন: শ্রীলেখা হয়েছেন 'শিরি লেখা', বং গাই 'গাই দোয়ানো বং'! নাম বিকৃত করে তারকাদের বিদ্রুপ তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীর

আরও পড়ুন: অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং?

কী ঘটেছে সারেগামাপায়?

এদিন সারেগামাপার যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেখানে দেখা যাচ্ছে জাভেদ আলি এবং জোজোর দলের ময়ূরী পারফর্ম করছেন। তিনি গুরু ছবি থেকে মাইয়া মাইয়া গানটি গাইছেন। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যান অন্তরা মিত্র। তিনি তাঁর তারিফ করে বলে ওঠেন, 'খুব খুশি হয়ে তোকে ১০ দিলাম আজকে।' অন্যদিকে বিচারকের আসনে বসে জোজো এবং জাভেদকেও দারুণ উপভোগ করতে দেখা যায় নেচে নেচে। তবে অন্য মত পোষণ করলেন রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।

এদিন রাঘব ময়ূরীর উদ্দেশ্যে বলেন, 'মাঝেই মাঝেই কিন্তু সুর বেরিয়ে যাচ্ছিল।' ইমন সায় দিয়ে বলেন, 'এটা তো সেরা পারফরমেন্স ছিল না।' সহ বিচারকদের মুখে এই কথা শুনে গম্ভীর হয়ে যান জাভেদ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে ওঠেন, 'এটাই তোমার সেরা পারফরমেন্স।' ফলে ময়ূরীর পারফরমেন্স নিয়ে যে এদিন বিচারকদের মধ্যে দ্বন্দ্ব বাঁধবে সেটা ঝলীরু স্পষ্ট হয়ে গেল।

সারেগামাপা প্রসঙ্গে

এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে, যদিও এখন অনেকেই বাদ হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: OTT -র পর্দায় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল?

আরও পড়ুন: এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার - শ্রদ্ধার ছবি, মোট আয় কত?

বায়োস্কোপ খবর

Latest News

‘‌কর্মবিরতি করলেন আবার স্টাইপেন্ডও নিলেন’‌, জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের শুক্রের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ, ব্যবসা বাড়বে, ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ AI টুলও ব্যর্থ হয়ে গেল! স্মৃতি-হরমনদের নিয়ে ট্রোলিং আটকাতে পারছে না ICC ‘এটা বাংলার সমস্যা নয়..',জয়নগর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন এড়ালেন দেব এ কেমন বিয়ে! কনেকে খুঁটিতে বেঁধে অশ্লীল তামাশা ছেলেদের নিয়মিত অফিসে এলেই পুরস্কার, কর্মচারীদের খুশি করতে একমত দেশের ৯১ শতাংশ CEO ২৪ ঘণ্টার মধ্যে ফেটে গেল SPর কনফিডেন্স, হাইকোর্টের প্রশ্ন পকসোর ধারা নেই কেন? টি-১০ ক্রিকেটে টাকা ঢাললেন সচিন, আমেরিকায় দেখা যাবে আরও ভারতীয় তারকাদের? ‘দোষীদের ফাঁসি দেওয়া হোক’ জয়নগর কাণ্ডে পথে নেমে দাবি নির্যাতিতার ‘দিদিমণি’র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.