সম্প্রতি সারেগামাপায়ে লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর গান দিয়ে সাজানো একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। শনিবার, ২৮ সেপ্টেম্বরের সেই পর্বে সকলকে যেন ছাপিয়ে যান তিথি। তাঁর গান তো বটেই গোটা পারফরমেন্স দেখে চোখে জল ধরে রাখতে পারেননি কোনও বিচারক।
আরও পড়ুন: 'অনেকগুলো স্বপ্ন পূরণ...' শাহরুখ 'স্যারের' সঙ্গে আইফার মঞ্চে সঞ্চালনা, আপ্লুত ভিকি কী লিখলেন?
আরও পড়ুন: ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিচ্ছেদের পরেও ধন্যবাদ ঈশ্বরকে! সৌমিতৃষা বললেন, 'কোনও খামতি নেই, পরিবর্তন...'
তিথির পারফরমেন্স দেখে কে কী বললেন?
এদিন লতা মঙ্গেশকরের বিশেষ পর্বে সুভাষ চন্দ্র ছবি থেকে তিথি একবার বিদায় দে মা গানটি পারফর্ম করেন। সঙ্গে তুলে ধরা হয় ক্ষুদিরাম বসুর কথা। সেই গোটা পারফরমেন্স দেখে হাউহাউ করে কেঁদে ওঠেন জাভেদ আলি। কিছুতেই থামতে চায় না তাঁর কান্না। শান্তনু এসে তাঁকে শান্ত করেন মাথায় হাত বুলিয়ে। মাথা নিচু করে কেঁদে চলেন কৌশিকী চক্রবর্তী। অন্তরা মিত্রও বারবার চোখ মুছছিলেন। একই অবস্থা হয় শান্তনু মৈত্র, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপদের।
তিথির গান শেষ হওয়ার পর অনেক সময় লাগে সবার স্বাভাবিক হতে। এরপর অন্তরা সবার আগে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এরপর একে একে শান্তনু, ইন্দ্রদীপ গিয়ে তাঁকে আদর করে দেন। ইন্দ্রদীপ বলেন, 'এই পারফর্মেন্সের কোনও নম্বর হয় না।' অন্তরা মিত্র বলেন, এটা বইয়ের পাতার বাইরে গিয়ে যাতে ক্ষুদিরাম বসুকে আজকের প্রজন্ম চঙ্গে, জানতে পারে তাই জন্য একটা দলিল হয়ে থাকল। অন্যদিকে জাভেদ আলি বলেন, 'আমি অনেক রিয়েলিটি শোতে গিয়েছি। কিন্তু কখনও কাঁদিনি। আজ কাঁদলাম। তাও এভাবে ডুকরে। বহুদিন আমার মনে থেকে যাবে এই অ্যাক্ট। অনেক ধন্যবাদ সারেগামাপা।'
আরও পড়ুন: আরিয়ানের গ্রেফাতারি থেকে গৌরীর সহৃদয়তা, আইফার মঞ্চে পরিবার নিয়ে অকপট শাহরুখ
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে, যদিও এখন অনেকেই বাদ হয়ে গিয়েছেন।