চলতি সপ্তাহে সারেগামাপার মঞ্চে নারীশক্তির জয়গান গাওয়া হল। একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তখনই বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শোতে আমার দুর্গা পাঠ করলেন জনপ্রিয় আবৃত্তিকার মুনমুন মুখোপাধ্যায়। তবে তাঁর কবিতা পাঠের পর তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।
আরও পড়ুন: সোমবার শুনানির পর আশাহত অপরাজিতা, ক্ষোভ উগরে উৎসবে ফেরা নিয়ে বললেন, 'দশমীর আগে বিচার না পেলে...'
সারেগামাপায় মুনমুনের কবিতা
গত সপ্তাহে সারেগামাপায় মুনমুন মুখোপাধ্যায়ের বিশেষ পারফরমেন্স ছিল। তিনি এদিন মল্লিকা সেনগুপ্তর লেখা আমার দুর্গা কবিতাটি পাঠ করেন। তাঁর সঙ্গে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী। মুনমুনের আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে যান বিচারকরা। কেঁদে ফেলেন এমন5, কৌশিকীরা। গম্ভীর হয়ে যান ইন্দ্রদীপ, শান্তনু। তবে বিচারকরা যতই মুগ্ধ হন, বাক্যহারা হয়ে যান না কেন এই পারফরমেন্স দেখে, সেটা মোটেই ভালো লাগেনি দর্শকদের। তাঁরা অনেকেই ব্রততী বন্দ্যোপাধ্যায়ের পাঠ করা কবিতার সঙ্গে তুলনা করেছেন এই পারফরমেন্সের।
কে কী বলেছেন?
এক ব্যক্তি মুনমুনের আবৃত্তি পাঠকে কটাক্ষ করে লেখেন, 'নাটক কম করে সুস্থ ভাবে আবৃত্তি পাঠ করুন।' কেউ আবার লেখেন, 'একদম ভালো লাগেনি। ব্রততী দিরটা শুনুন। অতিরিক্ত নাটক হয়ে গিয়েছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ব্রততী বন্দোপাধ্যায়ের কন্ঠে এই কবিতা শোনার পর বাকিদেরটা কেমন যেন ফিকে মনে হয়।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'হ্যাঁ অবশ্যই ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এটা যা অসাধারণ শুনেছি তবে হোক মুনমুন মুখার্জিও ভালো করেছে তবে শেষের দিকে গলাটা ক্র্যাক হয়ে যাওয়ায় একটু কেমন লাগছিল শুনতে।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।