সারেগামাপার শনিবারের পর্বে সকলকেই যেন ছাপিয়ে যায় এবারের অন্যতম খুদে প্রতিযোগী শ্রীজিতা হালদার। তার গানের জাদুতে মুগ্ধ হন বিচারকরা। উচ্ছ্বসিত হয়ে তাকে এসে জড়িয়ে ধরেন রাঘব চট্টোপাধ্যায় এবং জাভেদ আলি।
আরও পড়ুন: সোমবার সকলেই রটে ভুয়ো মৃত্যুর খবর, এখন কেমন আছেন মনোজ মিত্র? কী জানালেন অভিনেতার জামাই?
আরও পড়ুন: 'KK -কে চিনতেন না, কিন্তু কুণালকাকুকে চেনেন', রূপঙ্করকে কটাক্ষ BJP -র মুখপাত্র তরুণজ্যোতির
কী ঘটেছে সারেগামাপার মঞ্চে?
এদিন কৌশিকী চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর দল থেকে পারফর্ম করতে আসে ছোট্ট প্রতিযোগী শ্রীজিতা হালদার। সে মঞ্চে উঠে সাজন ঘর আজা গানটি গেয়ে শোনায়। সে তার এই পারফরমেন্সে যেন সুর নিয়ে রীতিমত খেলা করল। তাঁর গায়কীতে মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে পড়েন সমস্ত বিচারকরা। দেওয়া হয় গোল্ডেন গিটারও।
এরপর শ্রীজিতার পারফরমেন্স শেষ হতেই মঞ্চে ছুটে আসেন রাঘব এবং জাভেদ। দুজনে জড়িয়ে ধরে আদর করেন তাকে। জাভেদ আলি বলেন, 'শ্রীজিতা জগ জিতা। (মানে শ্রীজিতা জগৎ জিতে নিয়েছে) আমি ফিরে গিয়ে সোনু ভাইকে (সোনু নিগম) এই ভিডিয়ো পাঠাব।' অন্যদিকে রাঘব চট্টোপাধ্যায় বলেন, 'অনবদ্য। কী দারুণ গাইল। এই বয়সে ও যে এটা অ্যাটেন করল এটাই বড় কথা। বড় বড় শিল্পীরা এটা গাওয়ার সাহস দেখাবে না। পারবে না। এটার জন্য দম লাগে বস।'
জোজো শ্রীজিতাকে জড়িয়ে ধরেন। অন্তরা মিত্র আবার খুদে পারফরমারকে ডেকে হাতে একটা কালো টিকা এঁকে দেন যাতে তার নজর না লাগে। এত প্রশংসা পেয়ে ইমোশনাল হয়ে পড়ে শ্রীজিতা।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।