সারেগামাপায় বর্তমানে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন গুণী শিল্পীরা পারফর্ম করছেন। আর সেই পর্বেই এদিন কার্তিক দাস বাউলকে ভুবনেশ্বরের সাইয়ের সঙ্গে পারফর্ম করতে দেখা গেল। তাঁদের ডুয়েট পারফরমেন্সে এদিন রীতিমত মুগ্ধ হয়ে যান সকলেই।
আরও পড়ুন: 'কাউকে দোষ দিচ্ছি না', শোভনের সঙ্গে বিয়ে সারা, সোহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে হঠাৎ কী বললেন রণজয়?
সারেগামাপায় কার্তিক দাস বাউল এবং সাইয়ের পারফরমেন্স
এদিন জি বাংলার তরফে যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কার্তিক দাস বাউলের সঙ্গে পারফর্ম করছেন ভুবনেশ্বর থাকা আসা এবারের অন্যতম প্রতিযোগী সাই। তিনি ওমকারা ছবি থেকে রাহাত ফতে আলি খানের গাওয়া নয়না ঠগ লেঙ্গে গানটি গান। আর সেই গানের সঙ্গে এদিন মিশে গেল লালনগীতি! হ্যাঁ, একেবারেই তাই। আর সেই লালনগীতি গাইলেন কার্তিক দাস বাউল। তাঁদের এই অনবদ্য পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যান সকলেই।
ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তীরা তো উঠে দাঁড়িয়ে রীতিমত চিৎকার করে ওঠেন এই যুগলবন্দি শুনে। শুধুই কি তাই? এদিন তিন বিচারক অর্থাৎ কৌশিকী, ইমন এবং অন্তরা মিত্রকে কার্তিক দাস বাউলের সঙ্গে লালন কী জাত গানটি গাইতে দেখা যায়।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।