সারেগামাপাতে এই সপ্তাহে বিশেষ দুটি পর্ব সম্প্রচারিত হল। সেখানে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন শিল্পীদের পারফর্ম করতে দেখা গিয়েছে। এসেছেন রূপঙ্কর বাগচি, সিধু, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তন্ময় বসু, প্রমুখ। আর সেই বিশেষ পর্বেই এদিন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় তাঁর ডায়েট চার্ট শেয়ার করলেন।
আরও পড়ুন: তথাগত অতীত, সৌম্যকে মন দিয়েছেন দেবলীনা? জল্পনা উসকে বললেন, 'প্রেমের ক্ষেত্রে আমরা সমমনস্ক...'
আরও পড়ুন: মেয়ে তিশার শেষকৃত্যে পৌঁছলেন কৃষাণ কুমার, শোকে বিধ্বস্থ ভাইকে আগলে রাখলেন ভূষণ
সারেগামাপায় কী জানালেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়?
এদিন সারেগামাপায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে বিচারক শান্তনু মৈত্র বলেন 'সবার সব মন্তব্য বলা হয়ে গেলে তুমি আজ তোমার এই বয়সে এত ফিট থাকার রহস্যটা বলে যেও তো। তোমার তো বয়সই বাড়ছে না।' উত্তরে শ্রীরাধা বলেন, 'বলব?' তারপরই তিনি জানান তিনি রোজ একটু ঘি, ভাত, আলু সেদ্ধ খান।
এছাড়া শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এদিন সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ের খুব প্রশংসা করেন। তিনি জানান আবিরের অভিনয়ের বড় ভক্ত তিনি। ব্যোমকেশের সমস্ত ছবি তাঁর দেখা হয়ে গিয়েছে।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।