বাংলা ‘সারেগামাপা’ ২০২৪-এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। গানের এই প্রতিযোগিতায় চর্চিত প্রতিযোগীদের মধ্যে অন্যতম হল ছোট্ট শিল্পী অনীক জানা। একরত্তি এই বালককের গায়কীতে মুগ্ধ বিচারকরা। শ্যামল মিত্র থেকে কিশোর কুমার, কিংবা আধুনিক হিন্দি-বাংলা গান, সবই সুন্দরভাবে পরিবেশন করতে দেখা যায় অনীককে। এবার অরিজিৎ সিং-এর গাওয়া একটা গান শোনাতে দেখা গেল এই খুদে শিল্পীকে।
তবে ‘সারেগামাপা’র মঞ্চে নয়, বাড়ির বিছানায় বসে 'কিছু কিছু কথা/বসে আছে ভিজে/মিছি মিছি ব্যথা/হয় নিজে নিজে' গানটি গেয়ে শোনাতে দেখা যায়। গানটি পোস্ট করে অনীক লিখেছে, ‘আমি অরিজিৎ সিং স্যারের এই গানটি গাওয়ার চেষ্টা করলাম। তো আমার এই প্র্যাকটিস করা গানটি আপনাদের কেমন লাগলো, আপনারা অবশ্যই জানাবেন কিন্তু।’
অনীকের গাওয়া এই গানটির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দর্শকদের বিচারে তুমিই চ্যাম্পিয়ন, বিচারকদের বিচারে কে গ্রান্ডফিনালে তে চ্যাম্পিয়ন হলো তার থেকেও বড় কথা তুমি সকলের মনে জায়গা করে নিয়েছ’। আরও একজন লিখেছেন, ‘কী অপূর্ব পরিবেশনা দারুণ দারুণ দারুণ’। কারোর মন্তব্য, ‘খুব সুন্দর গানটা গাইলে অনীক। এই ভাবে ধাপে ধাপে এগিয়ে যাও সোনা’। কারোর কথায়, ‘খুব ভালো (ভালোবাসার ইমোজি) অনীক এর আমি একজন বড়ো ভক্ত। অনেক আশীর্বাদ রইলো ও অনেক বড়ো হোও।’ আরও একজন এই খুদে শিল্পীকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘খুবই ভালো চেষ্টা, খুব ভালো থেকো সোনা বাবা, আরও অনেক উন্নতি করো, অনেক ভালোবাসা জানালাম’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
আপনাদের কেমন লাগল ছোট্ট অনীকের গলায় অরিজিৎ সিং-এর জনপ্রিয় এই গান?
প্রসঙ্গত, সারেগামাপা-র প্রতিযোগী অনীক জানা মেদিনীপুরের কোলাঘাটের ছেলে।বয়স মাত্র ৭। জানা যায়, অনীক তাঁর বাবা-মা'র কাছেই গানের তালিম নিয়েছে। অনীকের মা নিজেই একবার জানিয়েছিলেন, ৩ বছর থেকেই গানবাজনার প্রতি ঝোঁক তাঁর ছেলের। তিনি বলেন, 'আমি যখন রেওয়াজ করতাম বা গান করতাম, ও শুনে শুনে সেই গানটা তুলে নিত। আমিই ওকে রেওয়াজ কীভাবে করতে হবে ওকে দেখিয়ে দি। ও কোনও টিচারের কাছে শেখে নি, ওকে আমরাই বাড়িতেই শেখাই।’