বাংলা নিউজ > বায়োস্কোপ > কানে গ্রাঁ প্রিঁ জিততেই পায়েলের প্রশংসা মোদীর, খোঁচা দিয়ে শশী থারুর লিখলেন, 'গর্বিত হলে ওঁর বিরুদ্ধে কেসটা তুলে নিন'

কানে গ্রাঁ প্রিঁ জিততেই পায়েলের প্রশংসা মোদীর, খোঁচা দিয়ে শশী থারুর লিখলেন, 'গর্বিত হলে ওঁর বিরুদ্ধে কেসটা তুলে নিন'

কানে গ্রাঁ প্রিঁ জিততেই পায়েলের প্রশংসা মোদীর, খোঁচা দিয়ে শশী থারুর লিখলেন কী?

Payal Kapadia: পায়েল কাপাডিয়ার ছবি কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ পাওয়ার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁকে একহাত নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। কী বললেন তিনি প্রধানমন্ত্রীকে?

পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাস লাইট ছবিটি এবারের কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরই তাঁর এবং তাঁর ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই মোদীকে একহাত নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। জিজ্ঞেস করেন ভারত আদৌ পায়েলকে নিয়ে গর্বিত কিনা। যদি গর্বিতই হয় তাহলে ভারত সরকার কেন পায়েল এবং তাঁর FTII এর সহপাঠীদের উপর থেকে সমস্ত কেস তুলে নিচ্ছে না?

আরও পড়ুন: 'অনেক ভয় লুকিয়ে আছে', বাংলার অন্যতম সফল-দাপুটে অভিনেতা, তাও কীসে ভীত যিশু?

কী ঘটেছে?

গত সপ্তাহে পায়েল কাপাডিয়া প্রথম ভারতীয় পরিচালক হিসেবে গ্রাঁ প্রিঁ অ্যাওয়ার্ড জয় করেন কান চলচ্চিত্র উৎসবে। এটি দ্বিতীয় সর্বোত্তম অ্যাওয়ার্ড। তিনি এই পুরস্কার তাঁর মালায়লাম হিন্দি ছবি অল উই ইমাজিন অ্যাস লাইটের জন্য পেলেন। তিনি এই পুরস্কার পাওয়ার পরই মোদী একটি পোস্ট করে জানান গীতা দেশ তাঁকে নিয়ে গর্বিত।

তবে এই বিষয়ে বলে রাখা ভালো ২০১৫ সালে গজেন্দ্র চৌহানকে যখন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় তখন যে ছাত্র ছাত্রীরা সেটার বিরোধিতা করেছিল তখন পায়েল কাপাডিয়া তাঁদের অন্যতম ছিলেন। কান চলচ্চিত্র উৎসবে এই সম্মান পাওয়ায় মোদী যতই তাঁর প্রশংসা করুন না কেন শশী থারুর অতীতের সেই কথা মনে করিয়ে দিলেন।

শশী থারুর কী লিখলেন?

এদিন একটি পোস্ট করে শশী থারুর লেখেন, 'মোদীজি যদি ভারত ওঁকে নিয়ে সত্যিই গর্বিত হয়ে থাকে তাহলে ভারত সরকারের উচিত নয় ওঁর এবং ওঁর FTII এর অন্যান্য সহপাঠীদের থেকে কেস টুকে নেওয়ার? অযোগ্য চেয়ারম্যানের বিরোধিতা করেছিল বলে ওঁদের বিরুদ্ধে যে কেস করা হয়েছিল সেটা তুলে নেওয়া হোক।'

পায়েলের জন্য কী লিখেছিলেন প্রধানমন্ত্রী?

গ্রাঁ প্রিঁ অ্যাওয়ার্ড জেতার পর পায়েলের জন্য প্রধানমন্ত্রী লিখেছিলেন, ' ভারত পায়েল কাপাডিয়ার জন্য গর্বিত। FTII এর প্রাক্তনী বিশ্ব মঞ্চে তাঁর নিজের কাজের ছাপ রাখল। ভারতের ক্রিয়েটিভিটির ছাপ রাখল। নতুন প্রজন্মের পরিচালকদের অনুপ্রেরণা জোগাল।'

আরও পড়ুন: মিস্টার অ্যান্ড মিসেস মাহি দেখে মুগ্ধ সোহা-নেহারা, রাজকুমার-জাহ্নবীর প্রথম ছবি দেখে কী বললেন তারকারা?

আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'

শশী থারুরের এই পোস্টের পর কী জানানো হল FTII থেকে?

হিন্দুস্তান টাইমসের তরফে এই বিষয়ে FTII কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এই কেস প্রসঙ্গে জানিয়েছে, তাঁরা এখন চাইলেও এই কেস নিয়ে কিছু করতে পারবেন না। চার্জশিট ইতিমধ্যেই ফাইল করা হয়ে গিয়েছে। কেসটা অনেকটা এগিয়ে গিয়েছে তাই সেখান থেকে আর কেস তোলা সম্ভব না।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

খারাপ সময়ে বন্ধু দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান আরজি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চাঞ্চল্যকর তথ্য, নাম জড়াল আরও অনেকের বৃশ্চিকে ব্রহ্মযোগ! শুক্রের গমনে ৪ রাশির অসামান্য উপকার হবে, আসবে ব্যাপক টাকা ‘মধ্যস্থতার দরকার…’ পরমরা অনশন তোলার আর্জি জানাতেই সাফ বার্তা জুনিয়র ডাক্তারদের বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা 'পেপার স্প্রে' করে পালানো খুনি চিন্নাস্বামীতে রোহিত-বিরাটদের সঙ্গে সাক্ষাৎ দ্রাবিড়ের! বুধবার শুরু টেস্ট সিরিজ… দুর্গা প্রতিমা ভাসানের সময় সাম্প্রদায়িক হিংসা, গুলিতে নিহত এক, সাসপেন্ড ২ পুলিশ ‘গোয়ালঘর পরিষ্কার করে শুয়ে পড়লেই ক্যানসার সেরে যাবে', দাওয়াই যোগীর মন্ত্রীর কিং এর দাপট, সহজেই শ্রীলঙ্কার বিরুগ্ধে প্রথম টি-২০ জিতল উইন্ডিজ নতুন কাজ শুরু করা এবং বিনিয়োগ করা এড়ানো উচিত, দেখুন কী বলছে সাপ্তাহিক রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.