স্টার কিডরা বিনোদন জগতে পা রাখছেন, এ আর এমন নতুন কী! বলিউড থেকে টলিউড, সর্বত্রই এই ট্রেন্ড দেখা গিয়েছে। এবার সেই ট্রেন্ড ফলো করেই বাবা, দাদুর দেখানো পথে বিনোদন জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া।
টলিউডে পদার্পণ করতে চলেছেন হিয়া চট্টোপাধ্যায়
ইতিমধ্যেই হিয়া চট্টোপাধ্যায় গয়নার বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন। শহর ছেয়ে গিয়েছে তাঁর পোস্টারে। মডেলিংয়ে হাতেখড়ি হয়েছে আগেই। বিভিন্ন শাড়ি, গয়না, পোশাকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন যে তিনি সেটা তবে ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায়। এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা, শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি হিয়া টলিউডে পা রাখতে চলেছেন।
তবে কোন প্রজেক্টের মাধ্যমে শাশ্বত কন্যার অভিষেক হবে বিনোদন জগতে সেটা এখনও প্রকাশ্যে আসেনি। ছোট পর্দা নাকি বড় পর্দায় ডেবিউ করবেন তিনি সেটাও স্পষ্ট নয়। তবে সকলেই মুখিয়ে আছেন তাঁর অভিনয় দেখার জন্য।
প্রসঙ্গত শাশ্বত চট্টোপাধ্যায় এর আগে মেয়ের টলিউডে আসার প্রসঙ্গে অবদনবাজারকে জানিয়েছিলেন, ‘ও বড় হয়ে গিয়েছে। ওর মা স্কুল টিচার। কাজেই ও কী করবে না করবে, এত দায়িত্ব আমি নেব না। আমার কোনো সাহায্য যদি ও চায়, যদি করতে পারি, করব। বাকিটা ওর জীবন ও বুঝে নেবে। মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি নিয়ে মাস্টার্স করেছে। এখন চূড়ান্তভাবে নাচ শিখছে আর জিমে যাচ্ছে। এবং বাকি সময়টা বন্ধুদর সঙ্গে উড়ছে। তাই ও কী করবে, ও বুঝবে।'
আরও পড়ুন: পরীক্ষার আগে নুসরতের আশীর্বাদ চাইল পড়ুয়া! খুদে ভক্তের অনুরোধে কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী?
আরও পড়ুন: কনসার্টের মাঝে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলেন এপি ধিলোঁ! নিমেষে ভাইরাল ভিডিয়ো
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, লা মার্টিনা কলকাতা’ স্কুল থেকে পড়াশোনা করেছেন হিয়া। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। তিনি যে নাচেও দারুণ দক্ষ সেটা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায়।