দেব বিগত কয়েক বছর ধরে টলিউডকে যে কেবল বিভিন্ন ধরনের ছবি উপহার দিচ্ছেন সেটা নয়। একই সঙ্গে লাগাতার হিট দিয়েছেন বক্স অফিসে। সে প্রধান, প্রজাপতি, টনিক হোক বা খাদান, টেক্কা। এবার অভিনেতাকে নিয়ে কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়?
আরও পড়ুন: অনির্বাণকে আউট করলেন সৃজিত? সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তির আগে কী ঘটে গেল অভিনেতা-পরিচালকের মধ্যে?
দেবকে নিয়ে কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়?
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় দেবের তারিফ করেন। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার সঙ্গে বলেন, 'ও কিন্তু এমন একজন হিরো যে এত তাড়াতাড়ি নিজের ইমেজ থেকে বেরোনোর চেষ্টা করছে। লাভার বয় ইমেজ থেকে বেরোনোর চেষ্টা করছে। এটা কিন্তু দেবের একটা প্লাস পয়েন্ট।'
আরও পড়ুন: আততায়ী যখন সইফের বাড়ি ঢোকে তখন অঘোরে ঘুমাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা! তদন্তে আর কী উঠে এল?
এদিন তিনি আরও বলেন, 'অন্য ধরনের ছবিতে চলে গেল ও। ওর কিন্তু একটা ছবি আরেকটা ছবির থেকে আলাদা। কোনও ফর্মুলার মধ্যে যায় না। সেটা একদিক থেকে খুব ভালো।'
প্রসঙ্গত দেবকে দর্শকরা সম্প্রতি খাদান ছবিতে দেখেছেন। বড়দিনের সময় মুক্তি পেয়েছে এই ছবিটি। বাংলা তো বটেই, গোটা দেশ, এমনকি দুবাইয়ে মুক্তি পাওয়ার পর সেখানেও ভালো সাড়া পাচ্ছে এই ছবি। বেশ কিছুদিন আগেই বক্স অফিসে ১৫ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় এখানে দেবের সঙ্গে ছিলেন যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল প্রমুখ।
দেবকে আগামীতে দেখ যাবে রঘু ডাকাত ছবিতে। এই ছবিটি ২০২৫ এর পুজোর সময় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। দীর্ঘ জটিলতার পর অবশেষে আসতে চলেছে এই ছবিটি। এছাড়া আসছে অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি ২। সেখানে আবারও দেবের সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তী। যদিও সেই ছবির নায়িকা কে হবেন সেটা এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: রুবেলের সিঁদুরে সীমন্তিনী হতেই ঝরঝর করে কেঁদে ফেলেন শ্বেতা! প্রকাশ্যে বিয়ের অদেখা মুহূর্ত