শুধু বলিউড নয়, এখন তো টলিউডেও নাম করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। কঙ্গনা রানাওয়াতের ‘ধাকড়’ মুখ থুব়ড়ে পড়লেও, অনেকেই বলছেন নিজের চরিত্রে সেরা দিয়েছেন এই বাঙালি অভিনেতা। এবার শাশ্বতর ভক্তদের জন্য আরও এক সুখবর চলে এল।
শোনা যাচ্ছে পরিচালক নাগ অশ্বিনের সিনেমায় এবার কাজ করবেন শাশ্বত। ‘প্রোজেক্ট কে’-তে তিনি স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন আর প্রভাসের সঙ্গে। শুধু তাই নয়, ইতিমধ্যেই হায়দরাবাদে একদিন শ্যুট করে ফেলেছেন অভিনেতা, দীপিকা পাড়ুকোনের সঙ্গে। আরও পড়ুন: প্রসেনজিতের বোন পল্লবীর বিয়ে হয় ১৩ বছরে! বিক্রি করেছেন চা, চালিয়েছেন ট্যাক্সি
দীপিকা-র সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে Etimes-কে শাশ্বত জানান,‘‘এখনও পর্ষন্ত দীপিকার সঙ্গে একদিন শ্যুট করেছি হায়দরাবাদে। আমি ৯টায় স্টুডিয়োতে ঢুকি। আর ওঁর আসার কথা ছিল সাড়ে ৯টায়। ওঁ ওর প্রথম শট দেয় বিকেল ৫টা নাগাদ, আর ততক্ষণে আমি ১২খানা শট দিয়ে ফেলেছি। উনি আমায় দেখছিলেন বারবার ভিতরে ঢুকতে আর বেরিয়ে আসতে। এরকম অবস্থাতেই আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলে ওঠেন, ‘আপনার আবার ডাক পড়েছিল! আর আমি একবার ডাকের জন্য অপেক্ষা করে রয়েছি।’ এই অপেক্ষাটা উনি করছিলেন মুখে একটা চওড়া হাসি নিয়ে। এটাকেই বলে প্রফেশনালিজম। একদিকে আমি ওঁর বাবার বড় ভক্ত, আর আমার মেয়ে হিয়া ওর। আমি সেটা ওকে বলেছিলাম। ওমা, দেখি এক মিনিটের মধ্যে ওঁর অ্যাসিস্ট্যান্ট আমাকে দীপিকার একটা ছবি দিচ্ছে যাতে অটোগ্রাফ দেওয়া।’’
তারপর শাশ্বতর মেয়ের কেমন লাগল উপহার পেয়ে? অভিনেতা জানান, ‘আমার মেয়ের তো বিশ্বাসই হচ্ছিল না। আনন্দে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল।’
প্রসঙ্গত, এই প্রোজেক্ট কে-তে ফের একসঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন আর অমিতাভ বচ্চন। এই ছবি দিয়েই শাশ্বত আর দীপিকার হবে তেলেগু ডেবিউ।