আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের প্রতিবাদে রবিবার রাস্তায় নেমেছিল টলিপাড়া। সিরিয়াল, সিনেমার অভিনেতা, টেকনিশিয়ান, পরিচালক-প্রযোজকরা সকলে মিলে রাস্তায় পা মেলান। সকলের মুখে ছিল একটাই কথা, ‘সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস উপ আরজি কর’। দেখা গেল রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দামেরা।
সংবাদমাধ্যমের তরফে শাশ্বতর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, ‘বিচার যত তাড়াতাড়ি পাওয়া যায়, তত ভালো। কাজের জায়গায় সুরক্ষা। এটা মাস্ট। তাছাড়া আমাদের যতটুকু চাহিদা ছিল, আমরা (টলিপাড়া) লিখিত দিয়েছি। দেখা যাক, আশা তো আছে (সঠিক বিচারের)!’
‘ভবিষ্যতে যেন এগুলো আর না ঘটে! তার জন্য তো শুধু পুলিশ-প্রশাসনকে দায়ী করলে চলবে না। আমাদের পুরুষ মানুষদেরও একটু লজ্জা হওয়া উচিত।’, নিজের বক্তব্যে আরও জোড়েন তিনি।
আরও পড়ুন: ‘ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে…’! মমতাকে খোলা চিঠি রুদ্রনীলের
আসলে এক মেয়ের বাবা তো! তাই লজ্জা-ঘেন্নার বহিঃপ্রকাশও আলাদা। শাশ্বত চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা হিয়া চট্টোপাধ্যায়। ‘লা মার্টিনা কলকাতা’ স্কুল থেকে পড়াশোনা করেছেন হিয়া। এই মুহুর্তে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী সে। মেয়ে বাপ-ঠাকুর্দার মতো অভিনয়েই আসতে চায়।
আরও পড়ুন: ‘মমতার পদত্যাগ’ দাবির মঞ্চে অঞ্জন দত্ত! RG Kar-কাণ্ড নিয়ে কী বার্তা দিলেন
রবিবারের মিছিলে হাজির হয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আলাদা করে নাম নেওয়ার কারণ, গতকালই মাতৃবিয়োগ হয় তাঁর। আর মায়ের পরলৌকিক কাজ সেরে, সোজা চলে আসেন প্রতিবাদ মিছিলে। ব্যক্তিগত ক্ষতি-শোককে খানিকের জন্য দূরে সরিয়ে রেখে তিনি বিচার চান ডাক্তার মেয়েটির জন্য। যার মা-বাবার কোল অকালে খালি করে দিয়েছে কিছু নোংরা, ঘৃন্য লোক। যার মৃত্যুর পর আসল দোষীকে ধরতে উঠেপড়ে লেগেছে এই সমাজেরই একাংশ। কিন্তু সুশীল সমাজ বরাবর প্রমাণ করেছে, তাঁদের গলার স্বর হারিয়ে যায়নি, আর যাবেও না।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের সঙ্গে মিল থাকায় শ্যুটিং বাতিল প্রসেনজিৎ-অনির্বাণের পুজো রিলিজ?
এদিকে রবিবারের মিছিলে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনীক দত্তদের। এর মধ্যে আবার, অনির্বাণ প্রথম থেকেই বড্ড চুপ! না তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, না মিডিয়ায় মুখ খুলেছেন। টলিউডের প্রযোজক রাণা সরকার তো ফেসবুকে লিখেই ফেলেছেন, ‘খোকা নিখোঁজ’!