বাংলা নিউজ > বায়োস্কোপ > Jisshu-Nilanjana: পরকীয়ার চর্চায় যিশু 'চুপ', নীলাঞ্জনার পাশে শাশ্বত পত্নী মহুয়া, রাগেশ্বরী বললেন, ‘একসময় তুমি…’

Jisshu-Nilanjana: পরকীয়ার চর্চায় যিশু 'চুপ', নীলাঞ্জনার পাশে শাশ্বত পত্নী মহুয়া, রাগেশ্বরী বললেন, ‘একসময় তুমি…’

যিশু-নীলাঞ্জনা-মহুয়া চট্টোপাধ্যায়

মহুয়া, নীলাঞ্জনার উদ্দেশ্যে লিখেছেন ‘তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী মানুষ বলেই জানি। খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ই তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।’ পাল্টা মহুয়া চট্টোপাধ্যায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নীলাঞ্জনাও।

টলিপাড়ার 'পাওয়ার কাপল' বলেই পরিচিত ছিলেন তাঁরা। এখন শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার সেই সুখের সংসারে নাকি ফাটল ধরেছে। নিজের আপ্তসহায়ক শিনাল সূর্তির সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন যিশু। এমন খবরে মন ভেঙেছে বহু অনুরাগীর। ইতিমধ্যেই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। বাবাকে আনফলো করে দিয়েছেন বড়মেয়ে মেয়ে সারাও।

এখন প্রশ্ন সত্যিই কি তাহলে যীশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্য ভাঙনের পথেই এগোচ্ছে? যদিও এবিষয়ে স্পিকটি নট যীশু সেনগুপ্ত। এই পরিস্থিতিতে যিশুপত্নী নীলাঞ্জনার পক্ষেই সওয়াল করলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়। নীলাঞ্জনার সঙ্গে মহুয়ার বন্ধুত্ব বহুদিনের। প্রায়দিনই তাঁদের একই ‘গার্লস গ্যাং’-এ দেখা যায়। এদিকে এই কঠিন পরিস্থিতিতে নীলাঞ্জনার পাশেই দাঁড়ালেন মহুয়া চট্টোপাধ্যায়।

মহুয়া, নীলাঞ্জনার উদ্দেশ্যে লিখেছেন ‘তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী মানুষ বলেই জানি। খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ই তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।’ পাল্টা মহুয়া চট্টোপাধ্যায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নীলাঞ্জনাও।

নীলাঞ্জনার পাশে মহুয়া চট্টোপাধ্যায়
নীলাঞ্জনার পাশে মহুয়া চট্টোপাধ্যায়

তবে শুধু মহুয়া চট্টোপাধ্যায় নয়, নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তাঁর অভিনেত্রী বন্ধু রাগেশ্বরীও। তিনিও নিজের ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘একসময় জীবনে কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে, এবার আমার পালা। আজ আমার পালা।’

রাগেশ্বরী-নীলাঞ্জনা
রাগেশ্বরী-নীলাঞ্জনা

এদিকে ইতিমধ্যেই যিশু-নীলাঞ্জনা নাকি বিচ্ছেদের পথেই হাঁটছেন বলে খবর।টলিপাড়ায় কানপাতলে শোনা যাচ্ছে, তাঁরা নাকি বিচ্ছেদের বিষয়ে আইনি পরামর্শও নিচ্ছেন। শোনা যাচ্ছে, গুজরাটি কন্য শিনাল সূর্তির সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন যিশু। বেশ কয়েকমাস ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কেও রয়েছেন। এমনকি 'খাদান'-এর শ্যুটিংয়ের জন্য কলকাতায় এসেও নাকি যিশু নিজের বাড়িতে ওঠেননি বলে খবর। এদিকে নীলাঞ্জনাও নাকি ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতায় এক হাসপাতালে ভর্তি হন। যদিও এনিয়েও গুঞ্জন অনেক।

প্রসঙ্গত, যিশু এইমুহূর্তে বলিউড, টলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অন্যতম ব্যস্ত অভিনেতা। কাজের সূত্রে মুম্বইতেই বেশিরভাগ সময় থাকতে হয় তাঁকে। অনেকেই প্রশ্ন তুলছেন এই কর্মব্যস্ততাই কি যিশু-নীলাঞ্জনার মধ্যে দূরত্ব বাড়াল?

যদিও যিশু-নীলাঞ্জনার সম্পর্ক প্রায় দুই দশকের। খ্যাতির শিখরে পৌঁছানোর বহু আগেই থেকেই যিশু সেনগুপ্তের সঙ্গে আলাপ নীলাঞ্জনার। ২০০৪ সালে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। যখন তাঁরা বিয়ে করেন, তখন যিশু টেলিদুনিয়ার জনপ্রিয় মুখ। নীলাঞ্জনা শর্মাও অভিনেত্রী, আবার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে তিনি।। তবে বিয়ের পর সংসারেই মন দেন নীলাঞ্জনা। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে ছিল তাঁদের সুখের সংসার। তবে সাম্প্রতিক পরিস্থিতি মেয়েরাও মায়ের পাশেই দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করেছেন বড় মেয়ে সারা। মায়ের পক্ষ নিয়ে বলেছেন, ‘খেলায় সবচেয়ে শক্তিশালী’। ছোটমেয়ে জারার বয়স মাত্র ১২। তবে সেও দিদির মতোই মাকে বোঝে। জারাও নিজের সোশ্যাল মিডিয়ায় মাকে জাপটে ধরে থাকার একটা ছবি পোস্ট করে লেখেন, ‘স্ট্রংগেস্ট পার্সন যাঁকে আমি চিনি…'। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন ‘অবসর শব্দটা অনেকে মজায় পরিণত করেছে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের… ‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান! মমতার নাম মুখেই আনলেন না, বন্যা মোকাবিলায় কার ওপর ভরসা রাখলেন শুভেন্দু? শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.