দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন শতাব্দী রায়। জানা গিয়েছে তাঁকে দেখা যাবে মৈনাক ভৌমিকের নতুন ছবিতে। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।
শতাব্দী রায়ের কামব্যাক ছবি
আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি বাৎসরিক। সেই ছবির হাত ধরেই ফের বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায়। জানা গিয়েছে এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। এখানে শতাব্দী রায় ছাড়াও থাকবেন ঋতাভরী চক্রবর্তী।
জানা গিয়েছে এই ছবির গল্পে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীর চরিত্রের বর মারা গিয়েছে, আর শতাব্দী রায় হারিয়েছে তাঁর ভাইকে। এমন অবস্থায় দুজনের সমীকরণ কী দাঁড়ায় সেটাই দেখা যাবে এই ছবিতে। গল্পে উঠে আসবে অতিপ্রাকৃত ঘটনা প্রবাহও। প্রসঙ্গত মৈনাক ভৌমিকের সঙ্গে এটা শতাব্দী রায়ের প্রথম কাজ হলেও, ঋতাভরী কিন্তু পরিচালকের সঙ্গে গৃহস্থ ছবিতে কাজ করেছেন।
আরও পড়ুন: সইফের ওপর আক্রমণকে থিম বানিয়ে সিনেমার প্রচার ঋত্বিকের! প্রতিক্রিয়ায় বিভক্ত নেটপাড়া
শতাব্দী রায়কে কেন বাছলেন আগামী ছবির জন্য, এই বিষয়ে আনন্দবাজারকে মৈনাক জানিয়েছেন তিনি এমন কাউকে খুঁজছিলেন যাঁকে অনেকদিন পর্দায় দেখা যায়নি। এই বিষয়ে তিনি আরও বলেন, 'ওঁর সঙ্গে সদ্যই আলাপ হয়েছে। ওঁকে গল্পটা শোনানোয় ওঁর ভালো লাগে।' অন্যদিকে শতাব্দী রায় জানিয়েছেন, বছর দশেক ধরে তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি। সুযোগ এসেছিল কিন্তু রাজনীতির কাজ সামলে ডেট ম্যানেজ করতে পারেননি। এই ছবির ক্ষেত্রে সেটা হয়নি বলেই রাজি হয়েছেন।
প্রসঙ্গত মৈনাক ভৌমিক পরিচালিত ভাগ্যলক্ষ্মী ছবিটি কিছু দিন আগেই মুক্তি পেয়েছে। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন শোলাঙ্কি রায় এবং ঋত্বিক চক্রবর্তী। ছবিটি একটি স্যাটায়ার ঘরানার ছিল। অন্যদিকে বাৎসরিক ছবিটির শ্যুটিং ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ এই ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলাবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম