চোখের জলে প্রিয় ‘ক্যালেন্ডার’কে শেষবিদায় জানালো বলিউড। হাসিখুশি,প্রাণোচ্ছ্ব মানুষ দিল্লি গিয়েছিল রঙের উৎসবের আবহে। কে জানত মুম্বইতে ফিরবে তাঁর কফিনবন্দি নিথর দেহ! বুধবার মধ্যরাতে অস্বস্তিবোধ করেন অভিনেতা সতীশ কৌশিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘তেরে নাম’ পরিচালকের। মাত্র ৬৬ বছরেই থামল সতীশের হাসির রোল!
এদিন সন্ধ্যার কিছু আগে দিল্লি থেকে সতীশের মরদেহ এসে পৌঁছায় মুম্বইয়ের বাসভবনে। দুপুর থেকেই সতীশের বাড়িতে ছিলেন অনুপম খের, জাভেদ আখতার, সুধীর মিশ্রারা। বিকাল বাড়তেই সেখানে এসে পৌঁছান বলিউড পরিবারের সদস্যরা। রাখি সাওয়ান্ত,শেহনাজ গিল, ইশান খট্টর থেকে অভিষেক বচ্চন, সলমন খান, রণবীর কাপুর-- সকলেই পৌঁছোলেন প্রিয় অভিনেতা-পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে। দেখা মিলল শিল্পা শেট্টি, বনি কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকিরও।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে সতীশ কৌশিকের বাড়িতে পৌঁছান সলমন। চোখে-মুখে ছিল বিষন্নতা। ‘তেরে নাম’ পরিচালকের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছেন সলমন, খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। সোশ্যাল মিডিয়াতেও দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করেন ভাইজান। কাপুর পরিবারের সঙ্গে বহুদিনের পুরোনো সম্পর্ক রণবীরের। এদিন সতীশ কৌশিকের স্ত্রী ও দশ বছরের কন্যেকে সমবেদনা জানাতে পৌঁছেছিলেন রণবীর কাপুর। অসুস্থ অমিতাভ না উপস্থিত হলেও অভিষেক বচ্চনও হাজির ছিলেন সতীশ কৌশিকের শেষযাত্রায়। পর্দার ‘ক্য়ালেন্ডার’-এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অনুপম খেরকে আলিঙ্গনকে সমবেদনা জানান জুনিয়র বি।
শেষযাত্রায় বন্ধুকে ফুল-মালা, চন্দনে সাজালেন অনুপম খের। শোক-স্তব্ধ অনুপম খের এদিন কান্নায় ভেঙে পড়েন সতীশের মরদেহ আগলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সকালেই অভিনেতা জানান, ‘আজ আমি আমার শরীরের একটা অঙ্গকে হারিয়ে ফেললাম’।
সতীশ কৌশিকের মৃত্যুতে রহস্যজনক কিছুই মেলেনি, জানিয়েছে দিল্লি পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। শরীরে আঘাতের কোনওরকম চিহ্ন নয়। বুধবার দিল্লিতে পৌঁছেছিলেন সতীশ কৌশিক, বন্ধুদের সঙ্গে হোলির উৎসব পালনেই সেখানে হাজির হন তিনি। বিজবাসনের ফার্ম হাউজে ছিলেন সতীশ, সেখানেই মাঝরাতে অসুস্থবোধ করেন তিনি। এরপর গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে সতীশের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। তাঁর কমিক টাইমিং বরাবর প্রশংসিত। হালফিলেও ‘বাগি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও নজর কেড়েছেন সতীশ কৌশিক। ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ,‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘তেরে নাম’-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনাও করেছেন তিনি। তাঁর এই আচমকা প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।