বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik passes away: ক্যালেন্ডারের পাতা আর বদলাবে না, থেমে গেল সতীশ কৌশিকের জীবনযাত্রা

Satish Kaushik passes away: ক্যালেন্ডারের পাতা আর বদলাবে না, থেমে গেল সতীশ কৌশিকের জীবনযাত্রা

মাত্র ৬৭ বছর বয়সে চলে গেলেন সতীশ

Satish Kaushik: বলিউডে নক্ষত্রপতন। চলে গেলেন অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। দুঃখ প্রকাশ করলেন অনুপম, কঙ্গনা।

মার্চের ৯ তারিখের সকালটা মোটেই ভালো খবর দিয়ে শুরু হল না। চলে গেলেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা সতীশ কৌশিক। হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অনুপম খের টুইট করে জানিয়েছেন এই দুঃসংবাদ।

হিন্দিতে কথা একটি টুইট করেন অনুপম তিনি জানান, 'আমি জানি মৃত্যুই জীবনের এক এবং অদ্বিতীয় সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে কখনও এমন কিছু লিখব। আমি বেঁচে থাকতে সতীশ কৌশিককে নিয়ে এমন কিছু লিখব ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্ব হঠাৎই থেকে গেল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।'

বৃহস্পতিবার, ৯ মার্চের একদম ভোর রাতে চলে গেলেন সতীশ কৌশিক। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইট করে দুঃখ প্রকাশ করেছেন ইতিমধ্যেই। তিনি লেখেন, 'ঘুম ভাঙল এই ভয়াবহ খবর দিয়ে। আপনি আমার সব থেকে বড় চিয়ার লিডার ছিলেন। এমারজেন্সি ছবিতে ওঁর পরিচালনা আমার মন জয় করে নিয়েছে। সতীশ কৌশিক এখন অত্যন্ত ভালো মনের জেনুইন মানুষ ছিল। ওঁকে মিস করব। ওম শান্তি।'

সতীশ কৌশিক একজন ভারতীয় পরিচালক তথা অভিনেতা ছিলেন। তিনি মূলত কমেডি ধরনের চরিত্র করেই দর্শকদের মন জিতেছিলেন। তিনি ১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্ম নিয়েছিলেন। তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন বলিউডে। তবে এই সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি মূলত ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবি মিস্টার ইন্ডিয়ার জন্য সুপরিচিত ছিলেন। তাঁকে এখানে ক্যালেন্ডারের চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়া দিওয়ানা মাস্তানা, ব্রিক লেন, ইত্যাদি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তিনি ১৮৮০ সালে রাম লক্ষণ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরষ্কার পান। এরপর ১৯৯৭ সাল সাজন চলে সাসুরাল ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান।

বন্ধ করুন