রঙের উৎসবের মাঝে জীবনের রঙ্গমঞ্চ থেকে আচমকাই বিদায় নিয়েছেন সতীশ কৌশিক। অভিনেতার অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে বলিউডকে। গত ৯ই মার্চ দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘মিস্টার ইন্ডিয়া’র ক্যালেন্ডার। যদিও সতীশের মৃত্যু নিয়ে রহস্য়জট দানা বাঁধে প্রয়াত অভিনেতার বন্ধুর স্ত্রীর অভিযোগ ঘিরে। ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী সানভি মালু অভিযোগ ১৫ কোটি টাকা ঘিরে বচসার জেরে সতীশকে খুন করেছে স্বামী। এই বিতর্কের মাঝেই মুম্বইয়ে প্রয়াত অভিনেতার স্মরণসভায় আয়োজন করল পরিবার। অভিনেতার আত্মায় শান্তি কামনায় পুজো করল তাঁর স্ত্রী-কন্যা।
এদিন সতীশ কৌশিকের স্মরণসভায় হাজির ছিলেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব। শোকস্তব্ধ সতীশের পরিবারকে সারাক্ষণ আগলে রাখলেন প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের। স্মরণসভায় পৌঁছেছিলেন জাভেদ আখতার, পদ্মিনী কোলহাপুরী, গুলশান গ্রোভার, মণীশ পল, তানভি আজমি, জ্যাকি শ্রফ, পঙ্কজ কাপুর, সুপ্রিয়া পাঠক, তনিষ্ঠা চট্টোপাধ্যায়রা।
স্ত্রী শশী এবং ১০ বছরের শিশুকন্যা বংশিকাকে একা করে দিয়ে চলে গিয়েছেন সতীশ। সতীশের শেষযাত্রাতেও শামিল হয়েছিলেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব, এদিনও কাছের মানুষরা তাঁদের প্রিয় অভিনেতাকে স্মরণ করলেন সজল নয়নে। সতীশের বাড়ির বাইরে এদিন জড়ো হয়েছিল তাঁর শুভাকাঙ্খীরা। প্রয়াত অভিনেতার স্ত্রী ও মেয়ে তাঁদের কৃতজ্ঞতা জানান। অন্যদিকে মিডিয়া কর্মীদের অনুপম খেরের সাফ বার্তা, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে অহেতুক বিতর্ক বন্ধ করা হোক।
অনুপম খের বলেন, ‘উনি সম্মানের সঙ্গে বেঁচেছেন, ওঁনাকে মাথা উঁচু করে যেতে দিন। সব বিতর্ক আজ এখানেই শেষ হোক, এই পুজোর সঙ্গে।’
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে সতীশের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। তাঁর কমিক টাইমিং বরাবর প্রশংসিত। হালফিলেও ‘বাগি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও নজর কেড়েছেন সতীশ কৌশিক। ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ,‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘তেরে নাম’-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনাও করেছেন তিনি। শেষবার তাঁকে ডিজনি প্লাস হটস্টারের ‘পপ কৌন’-এ দেখা গিয়েছে। আগামিতে তাঁকে ‘এমার্জেন্সি’তে দেখা যাবে। তাঁর এই আচমকা প্রয়াণে নিঃসন্দেহে বড় ক্ষতি বলিউডের।