বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik: বেশিদিন বাঁচাতে চেয়েছিলেন সতীশ কৌশিক, ফিট থাকতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন জিমে?

Satish Kaushik: বেশিদিন বাঁচাতে চেয়েছিলেন সতীশ কৌশিক, ফিট থাকতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন জিমে?

বেশিদিন বাঁচাতে চেয়েছিলেন সতীশ কৌশিক

Satish Kaushik: HT City -এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকারে ১২ ফেব্রুয়ারি সতীশ কৌশিক জানিয়ে ছিলেন যে তিনি ফিট থাকতে চান। ফিল্ম জগতে কেরিয়ার বানানোর জন্য ফিট থাকা কতটা জরুরি সেটাও জানান তিনি।

আচমকাই সতীশ কৌশিকের চলে যাওয়া যেন এখনও কেউই মেনে নিতে পারছেন না। ৯ মার্চ ভোর রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার। তবে জানা গিয়েছে অভিনেতা নাকি ফিট হওয়ার চেষ্টা করছিলেন যাতে তিনি দীর্ঘদিন কাজ করতে পারেন এই বিনোদন জগতে। জানা গিয়েছে তিনি মাত্র ৩ সপ্তাহে ৮ কিলো ওজনও ঝরিয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি অদেখা ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে জিমে গিয়ে কসরত করতে দেখা যায়। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমি জানি চেষ্টা করলে সফলতা আসবেই। এই বছরের মোটিভেশন হল নিজেকে ভালোবাসা।'

HT City -এর একটি অপ্রকাশিত রিপোর্টে অভিনেতা গত ১২ ফেব্রুয়ারি জানিয়েছিলেন যে বলিউডে কেরিয়ার বানাতে গেলে, টিকে থাকতে গেলে অ্যাক্টিভ এবং ফিট থাকা ভীষণই জরুরি। এই বিষয়ে তিনি বলেন, 'আমি সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই বেশ কিছু ছবি ভিডিয়ো দিয়েছি। আমার তো দায়িত্ব আছে, আর সেটা হল ফিট হওয়া। আমি যে ভিডিয়ো পোস্ট করেছি সেটা প্রায় ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, অনেক মানুষ তাতে নিজেদের মতামত জানিয়েছেন, লাইক করেছেন। এটা একটা বড় মোটিভেশন। আমায় তো অভিনয় করতে হয়, পরিচালনা করতে হয় আবার তার সঙ্গে নিজের বিজনেস চালাতেও হয়। তাই এটা খুবই জরুরি।' তিনি আরও বলেন, 'আমি এর মধ্যেই ৮ কিলো কমিয়ে ফেলেছি তাও মাত্র ৩ সপ্তাহে। আরও ওজন কমাতে হবে।'

তিনি শরীর চর্চা প্রসঙ্গে বলেন, 'আমি অনুভব করেছি সময়ের সঙ্গে আমাকেও রিইনভেন্ট করতে হবে। আজকের প্রজন্মের সঙ্গে তাল মেলানোর জন্য এটা খুবই জরুরি।'

আগামীতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে কাগজ ২, কিসি কা ভাই কিসি কী জান, ইত্যাদিতে ছবিতে দেখা যাবে।

বন্ধ করুন