বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Shah: জাতীয় পতাকা নিয়ে বিরাট ভুল বলে ফেললেন সতীশ শাহ, নিন্দার মুখে বর্ষীয়ান অভিনেতা

Satish Shah: জাতীয় পতাকা নিয়ে বিরাট ভুল বলে ফেললেন সতীশ শাহ, নিন্দার মুখে বর্ষীয়ান অভিনেতা

জাতীয় পতাকা নিয়ে ছবি দিয়ে কটাক্ষের মুখে অভিনেতা।

75th Independence Day: এই পোস্টের জেরে বিতর্কের মুখে সতীশ। তাঁর লেখা এবং ছবির মধ্যে অসঙ্গতি লক্ষ্য করেন অনেকে।

৭৫ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা নিয়ে নেটমাধ্যমে একটি ছবি দেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। লেখেন, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় সেই পতাকাটি পেয়েছিলেন অভিনেতার মা।

এই পোস্টের জেরে বিতর্কের মুখে সতীশ। তাঁর লেখা এবং ছবির মধ্যে অসঙ্গতি লক্ষ্য করেন অনেকে। তাঁরা জানান, ছবিতে যে পতাকাটি সতীশ ধরে রয়েছেন, ১৯৪২ সালে আদৌ ভারতের পতাকা সে রকম ছিল না।

জনৈক নেটিজেন লেখেন, 'দয়া করে ওঁকে কি কেউ বলবেন ১৯৪২ সালে ওই পতাকাটির কোনও অস্তিত্বই ছিল না?', অন্য জনের মন্তব্য, 'একটু গবেষণা এবং আর মনোযোগের অভাবে এ ভাবে ভুল প্রমাণিত হয়ে লজ্জায় পড়তে হল।'

নেটিজেনদের একাংশ জানায়, যে সময়ের কথা পোস্টে সতীশ উল্লেখ করেছেন, তখন ভারতের তেরঙায় অশোক চক্র নয়, চরকা দেখা দেখা যেত। দেশ স্বাধীন হওয়ার কিছু দিন আগে পতাকায় অশোক চক্র জায়গা করে নেয়।

সতীশের 'অজ্ঞতা'র কারণে তাঁর দিকে ট্রোল-কটাক্ষ ছুটে এসেছে। কেউ কেউ আবার তাঁকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

ধারাবাহিক এবং বড় পর্দার চেনা মুখ সতীশ। চার দশকের সুদীর্ঘ কেরিয়ারের একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন। 'জানে ভি দো ইয়ারো', 'ইয়ে জো হ্যায় জিন্দেগি','সারাভাই ভার্সেস সারাভাই', 'কাল হো না হো', 'ম্যায় হু না' সেগুলির মধ্যে অন্যতম।

বন্ধ করুন