আট থেকে আশি সবরকম পাঠকদেরই প্রিয় লেখক সত্যজিৎ রায়। তাঁর সেরা ছোটগল্পগুলির মধ্যে খগম পাঠকমহলে যথেষ্ট সমাদৃত। সাধুর অভিশাপে এক ব্যক্তি কীভাবে সাপ হয়ে ওঠে, তারই টানটান কাহিনি সত্যজিতের এই ভয়ের ছোটগল্পে। নানা সময় পাঠকদের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে খগমের কথা। তবে এই প্রথম গ্রাফিক নভেল হিসেবে আত্মপ্রকাশ করল গল্পটি। প্রথম প্রকাশ ছোটদের বিখ্যাত ‘সন্দেশ’ পত্রিকায়। শুক্রবার সন্ধ্যায় তারই ‘গ্রাফিক নভেল’ সংস্করণ প্রকাশ পেল স্টারমার্কে। সিঙ্গল শট প্রকাশনার প্রথম নিবেদন খগম। এবং প্রথম বইটিই গ্রাফিক নভেল।
আগাগোড়া বইটির ইলাস্ট্রেশন ও আর্ট ডাইরেকশনের দায়িত্বে ছিলেন শুভব্রত বসু। বইটির সামগ্রিক ভাবনা এবং পরিকল্পনার আড়ালে শমীক চট্টোপাধ্যায়। বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রংগন চক্রবর্তী ও সঞ্জয় মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা। সিঙ্গল শটের বইটি পাওয়া যাবে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও।
বই প্রকাশের সময় সন্দীপ রায় বলেন, ‘বাবার লেখা অন্যতম সেরা গল্প হল খগম। বাবার কাজ, ভাবধারা, শিল্পরুচি অক্ষুণ্ণ রেখেও তারা (প্রকাশনা সংস্থা) নতুন দৃষ্টিভঙ্গিতে এই কাজ করতে সফল হবে, সে বিশ্বাস আমার ছিল।’ এদিন কমলেশ্বর মুখোপাধ্যয়ের কথাতেও ছিল খুশির আমেজ। তার কথায়, ‘শমীক, অন্তরা ও তাঁদের গ্রীনিং ট্রি অনেকদিন ধরেই নানাপ্রকার বিজ্ঞাপন ও অন্যান্য ভিজুয়াল আর্টের কাজ করেন। সুতরাং, ওঁরা যখন গ্রাফিক নভেলের কাজ শুরু করলেন, আমি নিশ্চিত ছিলাম ভালো কাজ হবে। কিন্তু সে কাজ বড় সহজ নয়। কারণ যাঁর ছোটগল্পের উপর কাজ, তিনি সত্যজিৎ রায়। কিন্তু যাবতীয় চাপ থাকা সত্ত্বেও গ্রীনিং ট্রি ও সিঙ্গল শট প্রায় দুঃসাধ্য কাজটা করে ফেলল জমিয়ে। ’
প্রসঙ্গত শমীক চট্টোপাধ্যায় বহু দিন ধরে বিজ্ঞাপন জগতে। বেশ কিছু জনপ্রিয় বাংলা ছবির পোস্টারও তাঁর করা। শমীক ও বিজ্ঞাপন জগতের আরও তিন বন্ধু অন্তরা চৌধুরী, শুভময় বসু এবং প্রসেনজিৎ ঘোষকে নিয়ে শুরু সিঙ্গল শট-এর যাত্রা। তারই প্রথম নিবেদন এই গ্রাাফিক নভেল।
ছোটগল্পগুলির মধ্যে খগম-ই বেছে নেওয়ার কারণ? এইচটি বাংলাকে শমীক জানান, ‘সত্যজিৎ রায়ের গল্পকে গ্রাফিক নভেলের আদলে রূপ দিতে গিয়ে গল্পের কাঠামোতে বদল হোক, সেটা চাইনি। সেদিক থেকে খগম গল্প গ্রাফিকের আকারে তৈরি করা সুবিধাজনক। তাই এই গল্প বেছে নেওয়া। ’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup