বাংলা নিউজ > বায়োস্কোপ > সর্বকালের সেরা ভারতীয় ছবির মর্যাদা পেল সত্যজিতের পথের পাঁচালী! রইল TOP 10 তালিকা

সর্বকালের সেরা ভারতীয় ছবির মর্যাদা পেল সত্যজিতের পথের পাঁচালী! রইল TOP 10 তালিকা

FIPRESCI-এর তরফ থেকে সর্বকালের সেরা ভারতীয় ছবি হিসেবে বাছা হল সত্যজিতের পথের পাঁচালীকে। 

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাকে ভারতের সর্বকালের সেরা ছবি হিসেবে ঘোষিত করল FIPRESCI। সেরা দশে আর কোন বাঙালি আছেন?

কখনও ভেবে দেখেছেন ভারতের সেরা ছবি কোনটা? প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকলেও সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স (FIPRESCI) -এর তরফ থেকে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে সর্বকালের সেরা ভারতীয় ছবির খেতাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাস ঘেটে বের করে আনা হয়েছে ১০টি ছবি।

FIPRESCI-এর ৩০ সদস্য গোপন ভোটে অংশ নিয়েছিলেন। আর সেই অনুসারে পোলের ফলাফলের উপর ভিত্তি করে প্রথম স্থানে সত্যজিতের ১৯৫৫ সালের সিনেমা ‘পথের পাঁচালী’ রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসকেই সিনেমার পরদায় তুলে ধরেছিলেন কিংবদন্তি পরিচালক। রায়ের অপু ট্রিলজি-র প্রথম পার্ট এটা। গোটা বিশ্বের মানুষের কাছে এখনও এই সিনেমা সমানভাবে গ্রহণযোগ্য। ১১টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে ‘পথের পাঁচালী’-র ঝুলিতে।

এই তালিকায় দু নম্বরে রয়েছে ঋত্বিক ঘটকের মাস্টারপিস ১৯৬০ সালের ‘মেঘে ঢাকা তারা’। মৃণাল সেনের ১৯৬৯ সালের সিনেমা ‘ভূবন সোম’ রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে মালয়ালাম ছবি ‘এলিপাত্থায়ম’ (The Rat Trap)। ১৯৮১ সালে পরিচালক আদুর গোপলাকৃষ্ণন বানিয়েছিলেন এই সিনেমা। গিরীশ কাশারাভিলি-র সিনেমা ‘ঘাটাশ্রাদ্ধা’ রয়েছে নম্বর পাঁচে। আর তারপর অর্থাৎ ছয় নম্বরে রয়েছে হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’।

তালিকায় ফের রয়েছেন সত্যজিৎ সাত নম্বর স্থানে তাঁর আরেক বিখ্যাত সিনেমা ‘চারুলতা’র কারণে। শ্যাম বেনেগলের ‘অঙ্কুর’, গুরু দত্ত-র ১৯৫৪ সালের সিনেমা ‘পেয়াসা’ আর ১৯৭৫ সালের ব্লকব্লাস্টার সিনেমা ‘শোলে’ রয়েছে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে।

প্রসঙ্গত. ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স (FIPRESCI) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ কোথায় যায়? ধনীদের তালিকায় আম্বানিদের ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটার সম্পত্তির বিশদ মাত্র ৩ মিনিটে ১ কেজি হট সস খেয়ে বিশ্ব রেকর্ড ইউটিউবারের! সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.