২০২২ এর কালিপুজোর সময়, অক্টোবরের শেষ দিকে আর কি বাংলায় একটি ছবি মুক্তি পেয়েছিল, না, কোনও ভাঁড়ামি না দেখিয়ে স্রেফ হাসিয়েছিল। বিনোদন জুগিয়েছিল। আর অবশ্যই ছিল মিষ্টি প্রেমের গল্প এবং সুন্দর অভিনয় তুলে ধরেছিল। অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সেই ছবি ভূয়সী প্রশংসা পেয়েছিল সবার থেকেই। এই ছবির হাত ধরেই বাংলা পেয়েছিল একজন নতুন নায়ক এবং বেশ কিছু নতুন প্রতিভাবান শিল্পীদের। কোন ছবির কথা বলছি আশা করি বুঝতে পারছেন? হ্যাঁ, বল্লভপুরের রূপকথা (Ballavpurer Roopkotha)। আর সেই নায়ক এবং প্রতিভাবান শিল্পী হলেন সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya) এবং দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya)।
বল্লভপুরের রূপকথা ছবির মাধ্যমেই সত্যম ভট্টাচার্য এবং দেবরাজ ভট্টাচার্য দুজনেই খ্যাতির আলোয় আসেন। পরিচিতি পান। এই ছবির রাজামশাই এবং তাঁর বন্ধু তথা এস্টেটের ম্যানেজারের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এবার তাঁরা আবার একত্রে জুটি বাঁধছেন। তাঁদের একটি নতুন ওয়েব সিরিজে আবার একসঙ্গে দেখা যাবে।
অভিনন্দন দত্তের নতুন সিরিজে থাকবেন সত্যম এবং দেবরাজ। এই সিরিজের নাম ডেথ অব এ ওম্যান। এই সিরিজের শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। সেখানকার একাধিক লোকেশনে এই ছবির শ্যুটিং চলেছে বলে জানা গিয়েছে। সদ্যই সেই শ্যুটিং শেষ হয়েছে বলেই জানা গিয়েছে। এটি একটি থ্রিলার ঘরানার সিরিজ হতে চলেছে।
গল্পে উঠে আসবে এক সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য। সেখানেই খুন হয়ে যান এক মহিলা। এরপর সেই মৃত্যুকে ঘিরে বাড়তে থাকে রহস্য। তারপর কি হয় সেটা নিয়েই এই সিরিজ। জানা গিয়েছে এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ঈশানি সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, প্রমুখ। এই সিরিজটি মুক্তি পেতে চলেছে প্ল্যাটফর্ম এইটে।
অভিনন্দন দত্তের অমৃতের সন্ধানে সিরিজটি সদ্যই আড্ডাটাইমসে মুক্তি পেয়েছে। সেখানে সৌরসেনি মৈত্র, দেবাশিস মণ্ডল এবং চন্দন রায় সান্যালকে দেখা যাচ্ছে। এবার তিনি উৎসবের পরে আবার দ্বিতীয়বারের জন্য সত্যমের সঙ্গে জুটি বেঁধে এই নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন।