মুক্তি পেলো জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু' ছবির ট্রেলার। করোনার জেরে এতদিন সিনেমা হল বন্ধ থাকায় বহু ছবি মুক্তি পিছিয়ে ছিল। এবার একের পর এক ছবির মুক্তি পাচ্ছে ধীরে ধীরে। সলমন খানের 'অন্তিম' ছবির সঙ্গে একইদিনে মুক্তি হওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু ছবির মুক্তির দিনক্ষণ এগিয়ে আনেন নির্মাতারা।
আগামী ২৫ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'সত্যমেব জয়তে টু'। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াইয়ের গল্প উঠে আসবে ছবিতে। তিন মিনিট সতেরো সেকেন্ডের এই ট্রেলার। রীতিমতো ধামাকা দেখিয়েছেন অভিনতা। কখনও হাতে করে গাড়ি তুলে নিচ্ছেন, আবার কখনও এক চাপড়ে টেবিল ভেঙে ফেলতে দেখা গেছে তাঁকে।
জন ছাড়াও ছবিতে অন্যান্যা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনির মতো অভিনেতারা। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। তিনি ছবির চিত্রনাট্যও লিখেছেন। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ফের একবার পর্দায় ঝড় তুলতে আসছে জন।