বাংলা নিউজ > বায়োস্কোপ > Satyaprem Ki Katha teaser: ‘তুই আমারই…’, ঠোঁটে ঠোঁট! ‘সত্যপ্রেম কি কথা’য় নজরকাড়া কার্তিক-কিয়ারার রসায়ন

Satyaprem Ki Katha teaser: ‘তুই আমারই…’, ঠোঁটে ঠোঁট! ‘সত্যপ্রেম কি কথা’য় নজরকাড়া কার্তিক-কিয়ারার রসায়ন

কার্তিক-কিয়ারার জমজমাট রসায়ন

Satyaprem Ki Katha teaser: ভুলভুলাইয়া ২-এর পর ফের জুটিতে কার্তিক-কিয়ারা। সত্যপ্রেম কি কথা-র ঝলকেই নজর কাড়ল এই জোড়ির রসায়ন। 

পর্দায় ফিরল ‘ভুলভুলাইয়া ২’ জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানি। এবার কোনও ভুতুড়ে গল্প নয়, পুরোদস্তুর রোম্যান্টিক কাহিনিতে ধরা দেবেন দুজনে। সৌজন্যে ‘সত্যপ্রেম কি কথা’ (Satyaprem Ki Katha)। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির টিজার। এই মিউজিক্য়াল লাভ স্টোরির ঝলক দেখে মন উথাল-পাতাল কার্তিক-কিয়ারার ভক্তদের।

রূপকথার বিয়ের ঝলক, চোখ জুড়ানো পাহাড়িয়া রোম্যান্স, আর প্যাশানেট কিস সবই রইল ‘সত্যপ্রেম কি কথা’র ঝলকে। কার্তিক-কিয়ারার টানটান রসায়ন ফের নজর কাড়ল। টিজারে কিয়ারার কোনও সংলাপ শোনা না গেলেও কার্তিকের একটি রোম্যান্টিক মনোলগ মন কাড়ল। কার্তিকের সেই রোম্যান্টিক ডায়লগের বাংলা তর্জমা করলে খানিকটা দাঁড়ায়, ‘কথা, যেন কখনও সম্পূর্ণ না হয়। প্রতিজ্ঞা যেন কখনও অস্পূর্ণ না থাকে। হাসি যেন কখনও শেষ না হয়… আমাদের চোখে যেন জল না আসে, আর যদি আসে তাহলে তোমার চোখের জলও যেন আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ে…’।

কার্তিক-কিয়ারার রোম্যান্সের ঝলকে মুগ্ধ অনুরাগীরা। কেউ লিখলেন, ‘তর সইছে না..’, কেউ আবার লিখলেন, ‘বেস্ট জোড়ি, দারুণ মানিয়েছে দুজনকে’। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে সমীর বিদ্যানস। এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে, প্রচুর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় নির্মাতাদের। আর এরপরই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় 'সত্যপ্রেম কি কথা'। এর কারণ ব্যাখ্যা করে, সমীর বিদ্যানস একটি বিবৃতিতে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, 'আমরা আমাদের ছবি 'সত্যনারায়ণ কি কথা'-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। ছবির প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।'

কার্তিক-কিয়ারা জুটির ‘ভুলভুলাইয়া ২’ ব্লকবাস্টার হিট। দ্বিতীয়বার তাঁদের জুটি বক্স অফিসে কী চমক দেখাবে আপতত সেটা দেখবার, আগামী ২৯শে জুন (২০২৩) মুক্তি পেতে চলেছে ‘সত্যপ্রেম কি কথা’। 

 

 

বন্ধ করুন