বাংলা নিউজ > বায়োস্কোপ > Saurav Das: অনিন্দিতা অতীত, নতুন প্রেমে মজেছেন সৌরভ! শেয়ার করলেন ভিডিয়ো

Saurav Das: অনিন্দিতা অতীত, নতুন প্রেমে মজেছেন সৌরভ! শেয়ার করলেন ভিডিয়ো

সৌরভের নতুন প্রেম

Saurav Das: মহাচতুর্থীতে নতুন সফর শুরু করলেন সৌরভ। এখন আর তিনি শুধু অভিনেতা নন, দেখুন কী চমক রইল…

সৌরভ দাস আর অনিন্দিতা বসুর মাখোমাখো প্রেম একটা সময় ছিল টলিপাড়ার ‘টক অফ দ্য টাউন’। একসঙ্গে লিভ ইন করতেন এই যুগল, বছর কয়েক আগে স্বপ্নের বাড়িও কিনেছিলেন। কিন্তু সব এখন অতীত। মুম্বইতে নতুন জীবন শুরু করেছেন অনিন্দিতা, আর সৌরভ এখানে ‘একা’। অথচ নায়িকাদের সঙ্গে সৌরভের প্রেম নিয়ে চর্চার শেষ নেই।

মধুমিতা সরকারের পর দর্শনা বণিকের সঙ্গেও সৌরভের প্রেমচর্চা কানে এসেছিল। যদিও এক সাক্ষাৎকারে সৌরভ স্পষ্ট জানিয়েছেন, ‘দর্শনার সঙ্গে কয়েকটা ছবি করেছি। আর এখানে কয়েকটা ছবি করলেই ধরে নেওয়া হয় যে প্রেম করছে সে জুটি।….এই দুর্গাপুজোয় আমি সিঙ্গল’।

তবে অভিনেতা প্রেমে নেই এমনটাও নয়। নতুন ক্যাফে খুলেছেন সৌরভ, সঙ্গী অভিনেতা সব্যসাচী চৌধুরি ( ছোটপর্দার বামদেব) এবং দিব্যপ্রকাশ রায়। আজ, মহাচতুর্থীতে সেই ক্যাফের শুভ সূচনা হল। ক্যাফের অন্দরের ঝলক এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সৌরভ। সঙ্গে বার্তা, ‘আমাদের পাবজি স্কোয়াড বন্দুক সরিয়ে রেখে হাতা গুটিয়ে নতুন কিছু করতে উদ্যোগ নিয়েছে। আর দেখুন এসে গেল শহরের নতুন ক্যাফে। এই ক্যাফের কর্ণধার কিন্তু আমি, সব্যসাচী বা দিব্য নয়, বরং গেপু, মন্টু এবং বামু..’।

সল্টলেক সেক্টর ১ এ ক্যাফে খুলেছেন সৌরভ। পাবজি প্রেমী সৌরভ-সব্যসাচীরা এই ক্যাফের নাম রেখেছেন 'HODOL'S'। আপতত নতুন ব্যবসায়ই তাঁর, আর সেই প্রেমেই মজে থাকতে চান তিনি। পাশাপাশি রুপোলি পর্দাতেও পুজোয় ধরা দেবেন সৌরভ, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এ খলনায়কের ভূমিকায় রয়েছেন সৌরভ। তাঁর লুক নিয়ে চর্চার শেষ নেই। সোনাদা-আবির-ঝিনুকের সঙ্গে সৌরভের টক্কর দেখার অপেক্ষায় দর্শক।

বন্ধ করুন