কিছু বছর আগে ২০২১ সালের ২২ জানুয়ারি অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেটা দেখার পর চরম কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। শুনতে হয় ধর্ষক তকমা। বাদ যায়নি বোনের শরীর নিয়ে নানা কুরুচিকর মন্তব্য। এক কথায় পাল্টে যায় গোটা জীবন। এবার আবার সেই প্রসঙ্গ উঠতেই কী জানালেন?
আরও পড়ুন: সিকান্দর ছবির হাঁড়ির খবর ফাঁস! ১০ হাজার পিস্তল দিয়ে গুলি ছুঁড়বেন 'জোড়া' সলমন! থাকছে আর কোন চমক?
কী জানালেন সৌরভ?
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। প্রতিবাদে গলার সুর চড়িয়েছেন সৌরভ দাসও। তখনই অভিনেতাকে নেটিজেনরা মনে করিয়ে দেন তিন বছর আগের সেই ঘটনার কথা। বলা হয়, 'দোষ তো আপনিও করেছিলেন, মনে নেই?' কটাক্ষের মুখে পড়তে জবাব দিলেন তিনি।
সৌরভ দাস এদিন সমস্ত সমালোচনার জবাব দিয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'ওটা একটা এডিটেড ভিডিয়ো ছিল। যে মেয়েটার কথা বলছেন ও আমার নিজের বোন। এসব বলার আগে কখনও জানতে চেয়েছেন সত্যিই ওর সঙ্গে এরম কিছু হয়েছিল কিনা? ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করেছেন ও কেমন আছে? মেয়েটার কী বক্তব্য, কী বলতে চায় জানতে চেয়েছেন?'
এখানেই থেমে থাকেননি সৌরভ। বরং আরও সোজাসাপ্টা উত্তর দিয়ে জানান, 'ওই সময় কোনও রকম সত্যি মিথ্যে যাচাই না করে আনার বোন, আমায়, আমার পরিবারকে যে ভাবে মানসিক নির্যাতন করা হয়েছিল সেটা সবাই জানে। যদি মনুষ্যত্ব থাকে তাহলে আর এই প্রসঙ্গ টানবেন না! ওই ঘটনার রেশ কাটাতে আমার গোটা পরিবারের অনেক সময় লেগেছিল।'
আরও পড়ুন: কফি উইথ করণের বিতর্ক আমূল পাল্টে দিয়েছে কেএল রাহুলের জীবন! কেন বললেন, 'ভীষণ ভয় পেয়েছিলাম কারণ...'
আরও পড়ুন: কল্কিতে প্রভাসকে 'জোকার' লেগেছে! বেফাঁস মন্তব্য করে ট্রোল্ড হওয়ার ভয়ে এ কী কাণ্ড ঘটালেন আরশাদ!