বাংলা নিউজ > বায়োস্কোপ > Saurav Palodhi: গণেশ পুজোর শুভেচ্ছাবার্তা পেয়ে বিরক্ত বামপন্থী সৌরভ, বললেন এর চেয়ে রক্তদান করুন

Saurav Palodhi: গণেশ পুজোর শুভেচ্ছাবার্তা পেয়ে বিরক্ত বামপন্থী সৌরভ, বললেন এর চেয়ে রক্তদান করুন

সৌরভ পালোধি। 

Saurav Palodhi: এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মতামত জানিয়েছেন সৌরভ পালোধি। গণেশ চতুর্থীর পরের দিন ফেসবুক বক্তব্য রাখলেন বামপন্থী পরিচালক। 

রাজনৈতিক অবস্থানে তিনি বামপন্থী, এমন কথা সকলেরই জানা। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে এবং শ্রমজীবী মানুষের পক্ষে নানা কথা সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই বলেন সৌরভ পালোধি। এহেন নাট্যব্যক্তিত্ব এবং পরিচালক এবার সরব গণেশ পুজো প্রসঙ্গে।

বুধবারই ছিল গণেশ চতুর্থী। গোটা দেশের অন্যতম বড় উৎসব এটি। হালে বাঙালিদের মধ্যেও বেড়েছে গণেশ পুজোর উদ্‌যাপন। এখন গণেশের বারোয়ারি পুজোও হচ্ছে। একই সঙ্গে বেড়েছে গণেশ পুজো নিয়ে শুভেচ্ছাবার্তা বা কার্ড পাঠানোর প্রবণতা। এই শুভেচ্ছাবার্তার প্রেরকের তালিকায় না থাকলেও প্রাপকের তালিকায় থেকেছেন সৌরভ। আর তাতেই রীতিমতো বিরক্ত তিনি। সেটিই জানিয়েছেন ফেসবুকে।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটিতে কী লিখেছেন তিনি। সৌরভের কথায়, ‘তোমাকে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই’, এই মেসেজে ছয়লাপ। রীতিমতো বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এটা দেখাও বাকি ছিল।’

তাঁর বক্তব্যে পরিষ্কার এই ঘটনা তিনি মোটেই ভালোভাবে নেননি। তবে এখানেই থেমে যাননি। তিনি লিখেছেন, ‘অকারণ জিনিসপত্র না করে দুটো ব্লাড ডোনেশন তো করতে পারে।’

এর পরেই তাঁর বক্তব্যের কমেন্ট বক্সে মতামতের বন্যা বয়েছে। কেউ কেউ যেমন তাঁর এই বক্তব্যকে পূর্ণ সমর্থন করেছেন, কেউ কেউ আবার তেড়ে গালও দিয়েছেন তাঁকে। বিশেষত গণেশ পুজো নিয়ে যাঁদের আবেগ রয়েছে, তাঁদের অনেকেই সৌরভকে একহাত নিয়েছেন কমেন্ট বক্সে এসে।

যদিও তাতে বিন্দুমাত্র দমে যাননি সৌরভ পালোধি। তিনিও সুবিধামতো উত্তর দিয়েছেন বহু মতামতেরই। নিজের পোস্ট-টি তিনি শেষ করেছিলেন এই লিখে যে, প্রথম কমেন্টেই কেউ লিখবেন, অন্য সম্প্রদায়ের অনুষ্ঠান নিয়ে এসব বলতে পারব কি না। সে কথাও পরে কমেন্ট বক্সে উঠে এসেছে প্রসঙ্গক্রমে।

এর আগেও নানা বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ। গত বছর কৌশিক করকে নিয়েও একটি বিতর্কের মধ্যে পড়েন তিনি। কৌশিক বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁকে নিজেদের নাটকের দল থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল সৌরভের বিরুদ্ধে। যদিও সৌরভ বলেছিলেন, তাঁদের দলের সকলেই বামপন্থী। তাই বিজেপিতে যোগদানের পরে কৌশিকের সঙ্গে তাঁদের মতাদর্শগত সমস্যা হবে বলেই সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়া। কৌশিক তাঁদের বন্ধুই থাকবেন। যদিও এ সবের পরেও বিতর্ক থামেনি।

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.