জিতের ইদ রিলিজ ‘চেঙ্গিজ’ ঘিরে বিতর্কের শেষ নেই। টলিউডের প্রথম প্য়ান-ইন্ডিয়া ছবি হিসাবে এই ছবি কতটা সফল, কতটা ব্যর্থ সেই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। ছবির কালেকশন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা, এর মাঝেই ‘চেঙ্গিজ’-এর প্রশংসায় পঞ্চমুখ জিতের সহকর্মী অঙ্কুশ।
‘চেঙ্গিজ’ আর ‘ কিসি কা ভাই জান’-এর জোড়া ফলায় বিদ্ধ হয়েছে অঙ্কুশের নববর্ষ রিলিজ ‘লাভ ম্যারেজ’। দ্বিতীয় সপ্তাহেই হলে জায়গা হয়নি এই ছবির। তা সত্ত্বেও সুপারস্টার জিতের প্রশংসায় খামতি রাখলেন না অঙ্কুশ। এদিন ফেসবুকের দেওয়ালে ‘চেঙ্গিজ’-এর দরাজ প্রশংসা করে তিনি লেখেন, ‘সিঙ্গল স্ক্রিনের রক্ষাকর্তা। বহু বছর পর মাস কমার্শিয়াল ছবিতে আগেরকার মত বক্স অফিস দেখা গেল। দর্শক কোথাও যায়নি দর্শক আছে। দরকার শুধু ভালো উপস্থাপনার আর গল্পের। চেঙ্গিজ প্রমাণ করলো। অনেক অনেক অভিনন্দন চেঙ্গিজ- এর পুরো টিমকে। আর আমার বন্ধু অনীক ধরের জন্যে আমি ভীষন খুশি। কম বাজেটে চোখ ধাঁধানো উপস্থাপনা দিয়ে আমাদের বাংলার টেকনিশিয়ানরা বহুবার দর্শকদের অবাক করেছে। এবারেও তারা সফল। আমি সত্যি গর্বিত।’
অঙ্কুশের এই মনখোলা প্রশংসা থেকে খুশি জিৎ ভক্তরা। এখনও চেঙ্গিজ স্বয়ং এই পোস্টের জবাব না দিলেও জিৎ ভক্তরা কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তবে শুধু অঙ্কুশ নন, জিতের প্রশংসা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ও। যিনি এখন টলিপাড়ার পাশাপাশি বলিউডেরও পরিচিত মুখ। নিয়মিত কাজ করছেন হিন্দি ছবি বা সিরিজে।
টুইট বার্তায় ‘বাইশে শ্রাবণ’ পরিচালক লেখেন, ‘সিনেমা সম্পর্কে আপনার দৃঢ় প্রত্যয় বজায় রাখতে এবং প্যান ইন্ডিয়া পর্যায়ে বড় স্বপ্ন দেখতে অনেক কিছুর প্রয়োজন। চেঙ্গিজ বাংলায় মশালা এন্টারটেনার ছবি ফিরিয়ে আনার' প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। এরকম নির্ভীকভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য জিৎকে অনেক অভিনন্দন!’ এই টুইটারে জবাবে সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি জিৎ।
সত্তরের দশকের প্রেক্ষাপটে সাজানো গ্যাংস্টার চেঙ্গিজের গল্প উঠে এসেছে ছবিতে। জিতের নায়িকায় ভূমিকায় দেখা মিলেছে সুস্মিতা চট্টোপাধ্যায়ের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোহিত রায়। সূত্রের খবর মুক্তির প্রথম দু-দিনে কোটির গণ্ডি পার করতে সক্ষম হয়েছিল এই ছবি। এরপর কালেকশন খুব বেশি আশা জাগায়নি।
স্বঘোষিত বক্স অফিস বিশেষজ্ঞ রাণা সরকারের দাবি প্রথম পাঁচদিনে মাত্র ১. ১২ কোটির ব্যবসা করেছে এই ছবি। প্রথম সপ্তাহে ১.৫ কোটির গণ্ডি পার করতে পারেনি। যদিও এই পরিসংখ্যান মানতে না-রাজ জিৎ ভক্তরা। ওদিকে নায়কের প্রযোজনা সংস্থার তরফে ছবির আনুষ্ঠানিক কালেকশন সামনে আনা হয়নি। তবে সিনেমাহলে ‘চেঙ্গিজ’ দেখতে দর্শক যাচ্ছেন তার প্রমাণ দ্বিতীয় সপ্তাহে ছবির শো সংখ্যা। দ্বিতীয় সপ্তাহে মাত্র ১৭টি শো কমেছে ‘চেঙ্গিজ’-এর।