বাংলা নিউজ > বায়োস্কোপ > ভিকি-ক্যাটের বিয়েতে শিলমোহর রাজস্থান প্রশাসনের! নিরাপত্তার চিন্তায় ঘুম নেই এখনই

ভিকি-ক্যাটের বিয়েতে শিলমোহর রাজস্থান প্রশাসনের! নিরাপত্তার চিন্তায় ঘুম নেই এখনই

ভিকি-ক্যাটের বিয়ের প্রস্তুতি

১০০ বাউন্সার থাকবে সব কিছু দেখার জন্য! রাজস্থান পুলিশের তরফেও নাকি মোতায়েন করা হবে বিশেষ ফোর্স।

রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে তেমনটাই খবর। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হয়ে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। 

বলিউডে বিগ ফ্যাট এই ওয়েডিং এর আগে, শুক্রবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সাওয়াই মাধোপুর জেলা প্রশাসনের তরফে। সুষ্ঠুভাবে আয়োজন, আইনশৃঙ্খলা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সওয়াই মাধোপুর জেলা কালেক্টর রাজেন্দ্র কিষাণ ছাড়াও, সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার রাজেশ সিং, পুলিশ আধিকারিক, বন আধিকারিক এবং হোটেল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইটাইমসের প্রতিবেদন অনুযায়ী রাজেন্দ্র কিষাণ জানিয়েছেন, ‘আইন-শৃঙ্খলা সহ বিয়ে সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য বৈঠকটি করা হয়। আমাদের ট্রাফিক বিভাগ, বন কর্মকর্তা এবং পরিবহন বিভাগের মতো বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ছিলেন। বিয়েতে মোট ১২০ জন অতিথি থাকবেন এবং ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে’।

সূত্রের খবর, হবু দম্পতির পরিবারের সদস্যরা ৫ এবং ৬ ডিসেম্বর থেকে জয়পুরে পৌঁছোতে শুরু করবেন। হাই-প্রোফাইল বিয়েতে বরুণ ধাওয়ান, রোহিত শেট্টি, শশাঙ্ক খৈতান, নাতাশা দালালের মতো ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। বিয়ের আয়োজনে কোনও ত্রুটি না থাকার সম্পূর্ণ চেষ্টা করা হয়ে আয়োজকদের টিমের তরফে। 

আন্তর্জাতিক ডিজাইনার পিন, ডিজাইনার রাজীব পাবুওয়াল এবং লক্ষ পাবুওয়ালের ডিজাইন করা পোশাক বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে বলে খবর। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল এবং অন্যান্য অতিথিদের স্যুটগুলিতে কানসা ফিনিস সেন্টারপিস বাটি এবং প্ল্যাটারগুলিতে বিদেশী ফল, মিষ্টান্ন এবং রাজকীয় কায়দায় খাবার পরিবেশন হবে। অতিথিদের স্বাগত জানানোর জন্য সুন্দর হাতে কারুকাজ করা পিতলের ট্রে এবং থালাও ব্যবহার করা হবে।

প্রবেশদ্বার, স্পা এবং অন্যান্য স্থানে, যেখানে ক্যাটরিনা, ভিকি এবং অন্যান্য বিবাহের অতিথিদের অভ্যর্থনা জানানো হবে। ঐতিহ্যগত সম্পত্তির প্রাচীনত্ব এবং মহিমা যোগ করার জন্য মাকরানা মার্বেলে ভাস্কর্য রাধা, কৃষ্ণ এবং ভগবান ধন্বন্তরীর মূর্তি রাখা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেটি হাই-প্রোফাইল বিবাহ পরিচালনা করছেন তারা গোপনীয়তা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। বিবাহের অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে।

ভিকি আর ক্যাটরিনা তাঁদের বিয়ের জন্য কী কী শর্ত রেখেছেন--

বিয়ের জায়গায় ছবি না তোলার শর্তে সাইন করতে হবে।

বিয়ের সময় কোনও ফোন ব্যবহার করা চলবে না।

বিয়েবাড়ির ভিতরে বসে বাইরের কারও সাথে যোগাযোগ করা যাবে না।

ছবি দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় কাউকে বিয়েবাড়ির ঠিকানাও পাঠানো যাবে না।

বিয়েবাড়ির ভিতরে রিল ভিডিয়ো বানানো যাবে না।

গোপন কোড না জানলে বিয়েবাড়িতে প্রবেশ করা যাবে না।

 

 

রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে তেমনটাই খবর। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হয়ে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। 

বলিউডে বিগ ফ্যাট এই ওয়েডিং এর আগে শুক্রবার একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সুষ্ঠুভাবে আয়োজন, আইনশৃঙ্খলা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সওয়াই মাধোপুর জেলা কালেক্টর রাজেন্দ্র কিষাণ ছাড়াও, সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার রাজেশ সিং, পুলিশ আধিকারিক, বন আধিকারিক এবং হোটেল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইটাইমসের প্রতিবেদন অনুযায়ী রাজেন্দ্র কিষাণ জানিয়েছেন, ‘আইন-শৃঙ্খলা সহ বিয়ে সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য বৈঠকটি করা হয়। আমাদের ট্রাফিক বিভাগ, বন কর্মকর্তা এবং পরিবহন বিভাগের মতো বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ছিলেন। বিয়েতে মোট ১২০ জন অতিথি থাকবেন এবং ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে’।

সূত্রের খবর, হবু দম্পতির পরিবারের সদস্যরা ৫ এবং ৬ ডিসেম্বর থেকে জয়পুরে পৌঁছোতে শুরু করবেন। হাই-প্রোফাইল বিয়েতে বরুণ ধাওয়ান, রোহিত শেট্টি, শশাঙ্ক খৈতান, নাতাশা দালালের মতো ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। বিয়ের আয়োজনে কোনও ত্রুটি না থাকার সম্পূর্ণ চেষ্টা করা হয়ে আয়োজকদের টিমের তরফে। 

আন্তর্জাতিক ডিজাইনার পিন, ডিজাইনার রাজীব পাবুওয়াল এবং লক্ষ পাবুওয়ালের ডিজাইন করা পোশাক বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে বলে খবর। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল এবং অন্যান্য অতিথিদের স্যুটগুলিতে কানসা ফিনিস সেন্টারপিস বাটি এবং প্ল্যাটারগুলিতে বিদেশী ফল, মিষ্টান্ন এবং রাজকীয় কায়দায় খাবার পরিবেশন হবে। অতিথিদের স্বাগত জানানোর জন্য সুন্দর হাতে কারুকাজ করা পিতলের ট্রে এবং থালাও ব্যবহার করা হবে।

প্রবেশদ্বার, স্পা এবং অন্যান্য স্থানে, যেখানে ক্যাটরিনা, ভিকি এবং অন্যান্য বিবাহের অতিথিদের অভ্যর্থনা জানানো হবে, ঐতিহ্যগত সম্পত্তির প্রাচীনত্ব এবং মহিমা যোগ করার জন্য মাকরানা মার্বেলে ভাস্কর্য রাধা, কৃষ্ণ এবং ভগবান ধন্বন্তরীর মূর্তি রাখা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেটি হাই-প্রোফাইল বিবাহ পরিচালনা করছেন তারা গোপনীয়তা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। বিবাহের অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে।

ভিকি আর ক্যাটরিনা তাঁদের বিয়ের জন্য কী কী শর্ত রেখেছেন--

বিয়ের জায়গায় ছবি না তোলার শর্তে সাইন করতে হবে।

বিয়ের সময় কোনও ফোন ব্যবহার করা চলবে না।

বিয়েবাড়ির ভিতরে বসে বাইরের কারও সাথে যোগাযোগ করা যাবে না।

ছবি দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় কাউকে বিয়েবাড়ির ঠিকানাও পাঠানো যাবে না।

বিয়েবাড়ির ভিতরে রিল ভিডিয়ো বানানো যাবে না।

গোপন কোড না জানলে বিয়েবাড়িতে প্রবেশ করা যাবে না।

 

|#+|

 

বায়োস্কোপ খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.