কদিন ধরেই সায়ন্ত মোদককে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একজন বা দুজন নয়, এই অভিনেতা-ইউটিউবারের তিনজন প্রেমিকা তাঁর উপর এনেছেন নানাবিধ অভিযোগ। যার মধ্যে রয়েছে অসম্মান, কুরুচিকর-অশ্লীল মন্তব্য, বান্ধবীদের পয়সায় ফুটানি থেকে শুরু করে গায়ে হাত তোলা।
সায়ন্তকে নিয়ে ইতিমধ্যেই ভিডিয়ো বানিয়েছেন কিরণ মজুমদার, প্রিয়াঙ্কা মিত্র ও দেবচন্দ্রিমা সিংহ রায়। এবার মুখ খুললেন, ছোট পর্দার ও ইউটিউবের আরেক পরিচিত মুখ সায়ক চক্রবর্তী। সায়ক ও সায়ন্তকে বেশ কিছু ইভেন্টেদেখা গিয়েছে একসঙ্গে। দুজনের সম্পর্কও ভালো বলেই খবর। ফলত ‘বন্ধুকে’ নিয়ে এবার নিজের ইউটিউব ভ্লগে কথা বলতে শোনা গেল সায়ককে।
সায়ক জানালেন, ‘আমাকে জিজ্ঞাসা করেছিল আমার একজন বন্ধু, সিরিয়াল করে, তাঁকে নিয়ে প্রচুর বিতর্ক। সেই নিয়ে কিছু বলতে। আমার যে খুব বন্ধু তা নয়। অনেক ইভেন্টে কথা হয়। এই পর্যন্তই। যেটা আমি জানতাম না, সেটা হল কোনো মানুষকে মারধর। আমার অবাক লাগছে, এরকম অবস্থায় মানুষ কী করে নামতে পারে, একটা মেয়েকে মারতেও দুবার ভাবে না!’
‘তোমার বাড়ির কেউ, বোন হল, মেরেধরে শাসন করলে। প্রেমিকা মানে তো প্রপার্টি নয় তোমার। তিনজনের কথা শুনেই মনে হয়েছে খুব টক্সিক একটা ব্যাপার। এরকম কেউ যদি আপনারজীবনে থাকে, ততক্ষণাৎ বের করে দাও। না হলে কোনোদিন ভালো থাকবে না। পজিটিভ ভাবো, পজিটিভ করো। আর কর্মা অলসো দেয়ার। তুমি বেঁচে থাকতে থাকতে সেটা তোমার জীবনে ফিরে আসবে। কারও ক্ষতি কোরো না। তোমার কাছে সেটা ফিরে আসবেই…!’
সঙ্গে এই ভিডিয়োতে দেবন্দ্রিমার কাছে ক্ষমাও চাইতে দেখা গেল সায়ককে। জানালেন, একটি ইভেন্টে খাবারের বাক্সের উপর DC লেখা ছিল, সেটা দেখিয়ে সায়ন্ত কিছু বলেছিলেন তাঁকে। প্রথমে না বুঝলেও, পরে বুঝে হেসে ফেলেছিলেন। এখন বোঝেন, সেদিন হাসাটা ঠিক হয়নি। এমনকী, এই কারণে দেবদন্দ্রিমা যে তাঁর উপর রাগ করেছেন, সেটাও জানেন। এমনকী, সম্পর্কও খারাপ হয়ে গিয়েছে। এর আগেও ক্ষমা চেয়েছেন বলে জানান সায়ক, এদিনের ভিডিয়োতেও সেই কথা উল্লেখ করে ক্ষমা চাইতে দেখা গেল তাঁকে। প্রসঙ্গত, সাঁঝের বাতিতে একসঙ্গে কাজ করেছিলেন সায়ক ও দেবচন্দ্রিমা।
ভিডিয়োর শেষে সায়ন্ত মোদককে উদ্দেশ্য করে সায়কের থেকে বার্তা আসে, ‘যেটা করেছিস, আমার মনে হয় তোর সরি বলা উচিত। যেহেতু তোকে পার্সোনালি চিনি। ৩জনের ভিডিয়ো দেখে মনে হচ্ছে না আরতোকে পার্সোনালি ম্যাসেজ করা উচিত। যেটা করেছিস, একটু গিল্টি ফিল কর। তুইও জানিস, ৩টে মানুষ একসঙ্গে মিথ্যে কথা বলতে পারে না। সরিটাও সঠিকভাবে বলিস, যেভাবে সমস্ত কিছু তুই ভ্লগে বলে থাকিস সেভাবে।’
সায়ক আরও বলেন, ‘আপাতত তোর প্রেম করা উচিত নয়। আপাতত তোর শেখা উচিত কীভাবে মহিলাদের সম্মান করা। যদি মনে হয় শিখতে পেরেছিস, কাওকে একটা বিয়ে করে ফেলিস। জানি না তুই আমার কথা শুনবি কি না! কিন্তু তোর জন্য এটা আমার সাজেশন।’