একসময় সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় ছিল সৌমিতৃষা কুণ্ড, সায়ক চক্রবর্তীর বন্ধুত্ব। সেই সময় দুজনে খুব ভিডিয়োও বানাতেন। যার আলাদা ফ্যানবেসও ছিল। তবে তাতেই আজ ফাটল ধরেছে। বেশ কিছুদিন আগে, নেটিজেনরাই সামনে এনেছিলেন সোশ্যালে সায়ককে আনফলো করেছেন সৌমিতৃষা। অভিনেত্রীর জন্মদিনে ‘বন্ধু’ সায়ক চক্রবর্তীর একটি পোস্ট, খুব ভাইরাল। যদিও কোথাও মিঠাই-নায়িকার নাম নেননি তিনি। তবুও কমেন্টে অনেকেই ‘ধরে ফেলেছেন’ সৌমিতৃষাকে নিয়েই এই পোস্ট সায়কের।
কী লিখলেন সায়ক?
সায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। আমার জীবন থেকে চলে যাওয়া আরও এক বন্ধুর জন্মদিন আজ, এখন আর নতুন করে বন্ধুত্ব করতে ইচ্ছে হয় না।’ সায়ক আরও লিখেছেন, ‘লকডাউনে রাতের পর রাত জেগে সবাই মিলে ফোনে গল্প, রোজ স্কুটি চালিয়ে আমার বাড়ি তে নিয়ে এসে শুটিং করানো, আমার কভিডে কোনো কিছুর তোয়াক্কা না করে বাড়ি ছুটে আসা, তার নতুন কাজে সবাই মিলে পোস্টার দেখতে বেরনো, আনন্দ তার, কিন্তু অদ্ভুদ ভাবে আমারও আনন্দ হত, রোজ শুটিং শেষে দেখা, আড্ডা, একসাথে হইহই করে ব্লগ বানানো, আমি বলতাম ইনস্টাতে পোস্ট কর, রিল বানা, ভ্লগ বানা। দাঁড়া তোর ইনস্টা এফবি সব ভেরিফাইড করাই আজ, তারপর উইকিপিডিয়া বানানো। বাড়িতে বেশি থাকতেই ইচ্ছে করত না, মনে হত সারাদিন বাইরে বন্ধুরা মিলে আড্ডা দি,পল্লবীর জন্মদিন শেষ করে স্কুটি নিয়ে দৌড়াতে হত, কারণ রাত ১২ টার মধ্যে ঢুকতেই হবে, ওর জন্মদিন যে আজ…’
সঙ্গে সায়ক আরও জুড়েছেন, ‘হঠাৎ বদলাতে শুরু করে সব। লোকের কথায় কাছের বন্ধু কে ভুল বোঝা। একদিনেই দেখা না হওয়া, কথা না বলা, অভ্যাস বদলানো যে কি কঠিন সেদিন বুঝে ছিলাম, তাই এখন আর বন্ধুত্বে ভরসা হয় না.… পরিবার ছাড়া কেউ ইমপোর্টেন্ট না হওয়াটাই উচিত! তবে মন থেকে চাই অনেক নাম করুক। ভালো থাকুক আমার বন্ধু,’
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি জন্মদিন সৌমিতৃষা কুণ্ডুর। সোশ্যাল মিডিয়ায় উপছে পড়েছে শুভেচ্ছাবার্তায়। এক নেটিজেন সায়কের এই পোস্টে সৌমিতৃষাকে ট্যাগ করে মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন Soumitrisha দি ❤️ খুব ভালো থেকো 🥰 তোমার আর সায়ক দাদার বন্ধুত্ব যেন আবার আগের মতো হয়ে যায়।’ অপর আরেকজন লিখলেন, ‘আপনি যাদেরকে সব থেকে বেশি ভরসা করবেন, বিশ্বাস করবেন, ভালোবাসবেন, সেই মানুষগুলোই সব থেকে বেশি আঘাত দেবে।’ তৃতীয়জন লিখলেন, ‘আমি জানি আজ জন্মদিন কার। তুমি নাম নাওনি, তাই আমিও নিলাম না। মন খারাপ কোরো না, যারা আছে তাদের নিয়ে ভালো থেকো।’
বহুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। মাঝে অভিযোগও করেছিলেন, ভ্লগ বানানোয়, তাঁকে ঠিকঠাক কাজ দেওয়া হচ্ছে না টলিউডে। তবে ফিরেছেন সদ্য। নতুন শুরুহওয়া ধারাবাহিক চিরসখায় ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী।