বাঙালির অত্যন্ত পছন্দের চরিত্র টেনিদা (Tenida) আবার বড়পর্দায় ফিরতে চলেছেন। সেই পটলডাঙার ধ্যাংধ্যাঙে রোগা, লম্বা লোকটা তাঁর গোটা দল নিয়ে ফের আসছেন বড়পর্দায়। সাহিত্যের এই চরিত্রের গুণে কেবল ছোটরা মুগ্ধ নয়, বড়রাও বটে! আর এ হেন জনপ্রিয় চরিত্রকে আবার বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সায়ন্তন ঘোষাল। তাঁর নতুন ছবি টেনিদা অ্যান্ড কোম্পানির পোস্টার প্রকাশ্যে এল।
গরমের ছুটিতে এবার টেনিদা আসছেন তাঁর দলবল নিয়ে। এই ছবি মুক্তি পাবে সুরিন্দর সিং এবং নিসপাল সিং রানের নিবেদনে। প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। ইদ, তথা অক্ষয় তৃতীয়ার দিন এই ছবির পোস্টার প্রকাশ্যে আনা হল। একই সঙ্গে ঘোষণা করা হল ছবির মুক্তির দিন। আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে এই ছবি।
কী দেখা যাবে টেনিদা অ্যান্ড কোম্পানিতে?
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের (Narayan Ganguly) লেখা ঝাউবাংলোর রহস্য গল্পের ভিত্তিতে এই ছবি তৈরি করা হয়েছে। টেনিদার চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিককে (Kanchan Mallick)। যেহেতু এর আগে এই আইকনিক চরিত্রটি চিন্ময় রায়কে করতে দেখা গিয়েছে। ফলে অনেকেই তাঁর পরে কাঞ্চন মল্লিককে টেনিদা হিসেবে মানতে নারাজ। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন পোস্টার প্রকাশ্যে আসার পর। কেউ কেউ আবার জানিয়েছেন তাঁরা দেখতে চান কাঞ্চন মল্লিক কতটা ভালো করে চরিত্রটা ফুটিয়ে তুললেন।
এই ছবিতে কাঞ্চন মল্লিক ছাড়াও দেখা যাবে গৌরব চক্রবর্তী, সৌরভ সাহা, ঋদ্ধিমা ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, প্রমুখকে। এই ছবিতে চার মূর্তির সেই বিশেষ কীর্তির গল্প উঠে আসবে।
পোস্টারে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের শার্টের উপর বাদামি সোয়েটার পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন টেনিদা ওরফে কাঞ্চন মল্লিক। তাঁর মাথার উপর গৌরব চক্রবর্তী। আর দুই পাশে আরও দুই মক্কেল।
এই ছবির চিত্রনাট্য থেকে সংলাপ লিখেছেন সৌগত বসু। পিয়া এবং প্রান্তিক এই ছবির গীতিকার। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন মিমো। রম্যদীপ সাহা এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন। আবহ সঙ্গীত সায়ন গঙ্গোপাধ্যায়ের তৈরি করা।
এই ছবির বিষয়ে পরিচালক জানিয়েছেন টেনিদা তাঁর অত্যন্ত পছন্দের একটি চরিত্র। তাঁর মতে এই সিরিজগুলো নিয়ে আরও বেশি ছবি হওয়া উচিত কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার সব গল্পই অত্যন্ত সিনেমাটিক। সায়ন্তন এই প্রসঙ্গে বলেন, 'আগামী ১৯ মে বড়পর্দায় আসছে টেনিদা অ্যান্ড কোম্পানি। সিনেমা হলে গিয়ে এই ছবি দেখুন সবাই, আসা করি ভালো লাগবে।'