মাসের শুরুতে প্রেমিক অনুরাগ তিওয়ারির সাথে বিয়ে করেন সায়ন্তনী ঘোষ কলকাতায়। খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু আর আত্মীয়কে নিয়েই হয়েছিল অনুষ্ঠান। কলকাতায় বিয়ের পর অনুরাগের শহর জয়পুরে হয় রিসেপশন। বিয়ের প্রায় সপ্তাহখানেক পর স্বামীর সাথে হাত ধরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। আর সেই ফোটোর কমেন্ট সেকশনে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী আর বন্ধুরা!
ক্যাপশনে সায়ন্তনী লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস’। এদিন নায়িকার পোশাকে লালের ছড়াছড়ি। লাল কুর্তি, লেগিংস আর ওড়নায় সেজেছিলেন অভিনেত্রী। সিঁথিতে দেখা গেল সিঁদুর আর গলায় মঙ্গলসূত্রর। লাল রঙের পাঞ্জাবি পরেছিলেন অনুরাগও। সায়ন্তনী বরাবরই জানিয়েছেন বরের সাধারণত্বই তাঁদের সম্পর্কে আসাধারণ করে তুলেছে। দেখুন সায়ন্তনীর ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবি--
বিয়ের একসপ্তাহ পরে বিয়ের দিনের ছবি শেয়ার করে সায়ন্তনী লিখেছিলেন, ‘এক সপ্তাহ আগে তোমার সাথে বিয়ে করেছিলাম অনুরাগ। পলক ফেলার আগে একসপ্তাহ শেষ। আমার দেখা অন্য়তম ভালো মানুষ তুমি। খুব দয়ালু। আমি খুব খুশি আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করতে পেরে। ভগবানের আশীর্বাদে আমরা ভবিষ্যতেও যেন একসাথে এভাবেই থাকতে পারি।’
এই মুহূর্তে 'তেরা ইয়ার হু ম্য়ায়' ধারাবাহিকে দেখা যাচ্ছে সায়ন্তনীকে। আর অনুরাগ পেশায় ফিটনেস ট্রেনার। মুম্বইতেই ঘর বাঁধবেন তাঁরা!