রাধিকা মদন কিছুদিন আগেই তাঁর টিভিতে কাজ করার অভিজ্ঞতা কেমন সেটা প্রকাশ্যে এনেছিলেন। এবং বলাই বাহুল্য সেটা সুখকর কিছু নয়। এবার তাঁর বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। তিনি রাধিকা মদনের বক্তব্যের রীতিমত সমালোচনা করেন। অভিনেত্রী বলেন, তাঁর বক্তব্যে তিনি যথেষ্ট আঘাত পেয়েছেন, একই সঙ্গে বিরক্ত হয়েছেন। কারণ তিনিও এই ছোটপর্দা থেকেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।
গোটা ঘটনার সূত্রপাত রাধিকা মদনের দেওয়া একটি সাক্ষাৎকার থেকে। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে তাঁদের এক একটি শিফটে ৪৮-৫০ ঘণ্টা ধরে একটানা কাজ করতে হয়। তিনি স্ক্রিপ্ট চাইলেই নাকি তাঁকে বলা হতো, 'আপনি সেটে চলুন, স্ক্রিপ্ট সোজা সেখানেই আসবে।' তিনি আরও জানান সেট সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর পরিচালকরা নানা পরিবর্তন করতেন। যে পরিচালক ফাঁকা থাকতেন তিনিই শ্যুটের জন্য আসতেন। রাধিকা তাঁর চরিত্র নিয়ে কিছু বলতে গেলেই নাকি পরিচালকদের তরফে বলা হতো তাঁকে নিয়ে যখন সিনেমা বানানো হবে তখন তাঁরা এসব বিষয় ভাববেন, কোনও ধারাবাহিকে নয়।
রাধিকার এই কথাগুলোর ভীষণ রকম বিরোধিতা করেন সায়ন্তনী। তিনি ইনস্টাগ্রামে এই বিষয়ে বিরোধিতা করেন। সিদ্ধার্থ কাননকে তিনি গোটা বিষয়ের ব্যাপারে বলতে গিয়ে বলেন, 'আমি আগে বলে নিই আমি কিন্তু ওঁর অভিনয়ের দারুণ ভক্ত। আমি ওঁর পুরো সাক্ষাৎকার দেখিনি, কিন্তু আমি যতটা দেখেছি তাতে অত্যন্ত ব্যথিত হয়েছি। বিরক্তও বটে। আমি আপনাকে বলছি, টিভি হাজার হাজার মহিলাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। বহু মহিলাকে কাজ দিচ্ছে। এবং সর্বোপরি সমস্ত বড় বড় তারকারা ছোটপর্দাতেই আসেন তাঁদের ছবির প্রচার করতে। ফলে ও যেটা বলেছে সেটা মানতে পারলাম না।'
তিনি আরও বলেন, 'আমাদের কাছে মৌনি রায় আছে। ও আমার খুব ভালো বন্ধু। রাধিকা তাঁর কেরিয়ার কিন্তু টিভি থেকেই শুরু করেছেন। তবুও তিনি এবং তাঁর মতো অনেকেই টিভিকে খাটো চোখে দেখেন। এটা করা উচিত নয়। আমার মতে টিভিকে তোমার প্রথম পা রাখার জায়গা হিসেবে ভেবো না।'
এর আগে রাধিকার সাক্ষাৎকারের ভিডিয়োতে সায়ন্তনী তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'তোমার জন্য খুব খুশি রাধিকা। তোমার একজন অন্ধ ভক্ত আমি। তোমার শেষ শোটা এখনও আমার চোখে ভাসে। খুব ভালো কাজ করেছিলে তুমি। আর আমার যতদূর মনে পড়ছে সেটা একটা ধারাবাহিক ছিল। কেরিয়ার শুরুর জন্য একটা ভালো শুরু অবশ্যই এ কথা বলা যায়। তাই এই গোটা বিষয়টা দেখে ভালো লাগল না। গোটা টিভির দুনিয়াকে এভাবে ছোট করা অত্যন্ত দুঃখজনক। সব কিছুরই নিজের নিজের পদ্ধতি থাকে, চ্যালেঞ্জ থাকে, খামতি থাকে। তেমন ভাবেই ছোটপর্দারও কিছু খারাপ দিক আছে। কিন্তু তাই বলে ভুলে যেও না এটা এত মানুষকে রুটি রোজগারের সুযোগ করে দেয়।'
রাধিকা তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেন মেরি আশিকি তুমসে হি ধারাবাহিকের হাত ধরে। পরে বিশাল ভরদ্বাজের ছবি পাটাকা এর মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। এরপর তাঁকে মর্দ কো দর্দ নেহি হোতা, আংরেজি মিডিয়াম, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। এখন তাঁকে কুত্তে ছবিতে দেখা যাচ্ছে।