বাংলা নিউজ > বায়োস্কোপ > Sayantani Guhathakurta: পুলের জলে আগুন লাগালেন সায়ন্তনী, সবাই ফিদা অভিনেত্রীর বিকিনি লুকের

Sayantani Guhathakurta: পুলের জলে আগুন লাগালেন সায়ন্তনী, সবাই ফিদা অভিনেত্রীর বিকিনি লুকের

বিকিনি লুক সায়ন্তনী গুহঠাকুরতা

Sayantani Guhathakurta: পরনে কালো বিকিনি। সঙ্গে অ্যানিমেল প্রিন্টেড শ্রাগ। মন্দারমণির হোটেলে পুলের জলে হট লুকে ধরা দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। 

বাংলা টেলিপর্দার পাশাপাশি ওয়েব সিরিজের জগতেও জনপ্রিয় মুখ সায়ন্তনী গুহঠাকুরতা। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী। সদ্য ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ডাক্তারবাবু’। তবে কাজের ব্যস্ত শিডিউলের পাশাপাশি ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি।

সম্প্রতি মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন সায়ন্তনী। সেখানে বিকিনি পরে পুলের জলে আগুন ঝরানো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর পরনে কালো বিকিনি। সঙ্গে অ্যানিমেল প্রিন্টেড শ্রাগ নিয়েছেন। মন্দারমণির এক বিলাসবহুল হোটেলে ছিলেন সায়ন্তনী। পুলের জলে গা ডুবিয়ে একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন। আরও পড়ুন: দিওয়ালির আর একটা পার্টিতে ভিকি কৌশল, এবার কৃতির বাড়িতে, সঙ্গে আর কে কে

সুইমিং কস্টিউমে অভিনেত্রীর মোহময়ী হট লুকে ঘুম উড়েছে নেটিজেনের। অভিনেত্রীর বেড়াতে যাওয়ার অন্যতম পছন্দের জায়গা মন্দারমণি, ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন তিনি।

সৈকত শহরে ঘুরে বেড়ানোর একাধিক ছবি, যে হোটেলে উঠেছেন সেখানের কয়েকটি ছবিও নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সায়ন্তনী। অভিনেত্রীর এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছে নেটিজেন।

বন্ধ করুন